এর আগে পূর্বাভাসে আন্তর্জাতিক মূদ্রা তহবিল- আইএমএফ ২০২৩ সালে বৈশ্বিক মন্দার আভাস দিয়েছিলো। এবার সে অবস্থান থেকে সরে এসে সোমবার (৩০ জানুয়ারি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি হবে দুই দশমিক ৯ শতাংশ। বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসে তারা গত এক বছরের মধ্যে এই প্রথম প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করলো।
তবে জি-সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংকোচন হবে কেবল যুক্তরাজ্যে। অন্যদিকে, প্রায় স্থিতিশীল থাকবে জার্মানি ও ফ্রান্সের অর্থনীতি। এ বছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে এক দশমিক চার শতাংশ।
এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপসহ বিভিন্ন দেশে ভোগ্যপণ্যের চাহিদা বাড়ায় আর চীন করোনা বিধিনিষেধ শিথিল করায় আগের ধারণার চেয়ে প্রবৃদ্ধির পরিমাণ বৃদ্ধির আশা করছে আইএমএফ। হালনাগাদ প্রতিবেদনে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ইতিবাচক পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে মূল্যস্ফীতি নিয়ে আশার কথা শুনিয়েছে আইএমএফ। তারা বলেছে, ২০২৩ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে—২০২২ সালে যা ছিল ৮ দশমিক ৮ শতাংশ। সূত্র: আল জাজিরা