TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আচরণবিধি লঙ্ঘনে ক্ষমা চাইলেন নাইজেল ফারাজ, ১৭টি লঙ্ঘনের দায় স্বীকার

ব্রিটেনের পার্লামেন্টারি আচরণবিধি ভাঙার অভিযোগে ১৭টি লঙ্ঘনের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন রিফর্ম ইউকের নেতা ও ক্ল্যাকটনের এমপি নাইজেল ফারাজ। সময়মতো প্রায় ৩ লাখ ৮০ হাজার পাউন্ড আয়ের তথ্য ঘোষণা না করায় এই অভিযোগ ওঠে।

নাইজেল ফারাজ জানান, সংসদ সদস্যদের স্বার্থ ঘোষণার অনলাইন রেজিস্টার তিনি নিজে পরিচালনা করেন না। নিজেকে ‘কম্পিউটার-নিরক্ষর’ ও ‘অদ্ভুত মানুষ’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আয়ের তথ্য জমা দেওয়ার দায়িত্ব দলের একজন জ্যেষ্ঠ কর্মীর ওপর ছেড়ে দিয়েছিলেন। তবে প্রশাসনিক ব্যর্থতার দায় শেষ পর্যন্ত নিজের কাঁধেই নিচ্ছেন বলে স্বীকার করেন তিনি।

ফারাজের ভাষায়, ২০২৪ সালের নির্বাচনের পর রিফর্ম ইউকের দ্রুত সাংগঠনিক বিস্তৃতি, বিপুল ই-মেইল ও প্রশাসনিক চাপের কারণে দলটি গুরুতর প্রশাসনিক সমস্যার মুখে পড়ে। এর ফলেই নির্ধারিত সময়ের মধ্যে আয়ের তথ্য ঘোষণা করা সম্ভব হয়নি।

ঘোষণা না করা আয়ের মধ্যে ছিল জিবি নিউজে সম্প্রচারক হিসেবে কাজের পারিশ্রমিক এবং গুগল ও এক্স (সাবেক টুইটার)–এ সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট থেকে পাওয়া অর্থ।

এর আগেও সংসদীয় আচরণবিধি লঙ্ঘনের কথা স্বীকার করেছিলেন নাইজেল ফারাজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অংশ নেওয়ার সফরের তথ্য সময়মতো ঘোষণা না করায় তখনও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান বক্তা, যেখানে রিপাবলিকান পার্টির নৈশভোজে অংশ নিতে জনপ্রতি ৫০০ ডলার ফি নির্ধারিত ছিল।

সাম্প্রতিক তদন্ত শেষে সংসদীয় মানদণ্ড কমিশনার ড্যানিয়েল গ্রিনবার্গ বলেন, লঙ্ঘনের সংখ্যা যেমন বেশি, তেমনি আর্থিক অঙ্কও উল্লেখযোগ্য। তবে তিনি বিষয়টিকে অনিচ্ছাকৃত ও প্রশাসনিক ত্রুটি হিসেবে বিবেচনা করেছেন।

ক্ষমা প্রার্থনা করে নাইজেল ফারাজ বলেন, কর্মীরা ভুল করলে শেষ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেই তার দায় নিতে হয়—ব্যবসা পরিচালনা হোক বা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন—সব ক্ষেত্রেই বিষয়টি একই।

এদিকে লেবার পার্টি কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, রিফর্ম ইউকের নেতা সাধারণ মানুষের প্রতিনিধিত্বের চেয়ে নিজের আয়ের দিকেই বেশি মনোযোগী। দলটি এমপিদের দ্বিতীয় চাকরি ও অতিরিক্ত আয়ের বিষয়ে নিয়ম আরও কঠোর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও অতীতে আর্থিক স্বার্থ ঘোষণা দেরিতে করায় আচরণবিধির আটটি ক্ষুদ্র ও অনিচ্ছাকৃত লঙ্ঘনের অভিযোগের মুখে পড়েছিলেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

টিএফএল লন্ডন ইউলেজ জরিমানা উপেক্ষা করায় ১,৪০০ যানবাহন জব্দ

অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন প্রচারে নিষেদ্ধা দিচ্ছে ব্রিটিশ সরকার

অনলাইন ডেস্ক

ভাড়াটেদের অধিকার বিল