10.9 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আত্মীয়দের সপ্তাহে ১০০ পাউন্ড দানে শামীমা বেগমের জীবনযাপন, চলমান আইনি লড়াই অব্যাহত

সিরিয়ার উত্তরাঞ্চলের আল-রোজ ক্যাম্পে দিন কাটাচ্ছেন শামীমা বেগম। এক দশক আগে বেথনাল গ্রিন থেকে পালিয়ে ইসলামিক স্টেটে যোগ দেওয়া এই প্রাক্তন স্কুলছাত্রী বর্তমানে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের পাঠানো অর্থের ওপর নির্ভর করে জীবনযাপন করছেন। জানা গেছে, তিনি সপ্তাহে প্রায় ১০০ পাউন্ড, অর্থাৎ মাসে প্রায় ৪০০ পাউন্ড দান পাচ্ছেন।

শামীমা বেগমের এই অর্থ লন্ডন থেকে অস্থায়ী ব্যাংক ব্যবস্থার মাধ্যমে পৌঁছানো হয়। তিনি এর মাধ্যমে মোবাইল ফোন রিচার্জ করেন, প্রসাধনী ও মুদি পণ্য কেনেন এবং আশ্রয়স্থলের অভ্যন্তরে থাকা ছোট বাজার থেকে নকল ব্র্যান্ডের পোশাকও সংগ্রহ করেন। আত্মীয়রা তাকে নিয়মিতভাবে কাপড়-চোপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিস পাঠিয়ে সহায়তা করছেন।

শামীমা বেগম বর্তমানে একটি তাঁবুতে থাকেন, যেখানে টেলিভিশন, বিদ্যুৎ ও পানি সুবিধা রয়েছে। তাঁবুর একাংশ রান্নাঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে তাকে দেওয়া গ্যাস চুলা সপ্তাহে একবার ভরা হয়। ১২ হাজার নারী ও শিশুর আবাস এই শিবিরে একটি স্কুল ও ২৪ ঘণ্টার স্বাস্থ্যকেন্দ্রও রয়েছে, যেখানে চোখ ও দাঁতের চিকিৎসকরা প্রস্তুত থাকেন।

আইএসে যোগ দেওয়ার পর শামীমা বেগম ডাচ নাগরিক ইয়াগো রেইদিককে বিয়ে করেন। তাদের তিন সন্তান জন্ম নিলেও সবাই অল্প বয়সেই মারা গেছে। রেইদিক বর্তমানে কুর্দি নিয়ন্ত্রিত একটি জেলে বন্দি আছেন। অন্যদিকে, শামীমা বেগম ২০১৯ সালে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদের সিদ্ধান্তে নাগরিকত্ব হারান, যা ফেরানোর জন্য তিনি আইনি লড়াই চালাচ্ছেন।

সম্প্রতি শামীমা বেগমকে হিজাব ছাড়া দেখা গেছে। সৌন্দর্যচর্চার মাধ্যমে নিজেকে পাশ্চাত্যধাঁচে উপস্থাপন করাকে তিনি জনসমর্থন জয়ের একটি কৌশল হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। ক্যাম্পে তার জীবন তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময় হলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রস এই ক্যাম্পকে “অত্যন্ত অস্থিতিশীল” হিসেবে চিহ্নিত করেছে।

শামীমা বেগম প্রকাশ্যে খুব কমই মন্তব্য করছেন। আইনজীবীর পরামর্শে তিনি সাক্ষাৎকার দিতেও অস্বীকৃতি জানাচ্ছেন। তবে যুক্তরাজ্যে ফেরার লড়াই অব্যাহত রেখেছেন, যা ভবিষ্যতে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

সূত্রঃ দ্য স্ট্যান্ডার্ড

এম.কে
২৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

১১ বছর পর ঢাকা-লন্ডন রুটে ব্রিটিশ এয়ারওয়েজ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য থাবা বসাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট

তৃতীয় রাউন্ডের ভোটেও এগিয়ে ঋষি সুনাক