11.6 C
London
December 24, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন ইলন মাস্ক!

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসতে পারেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য এই বিনিয়োগ সম্মেলনে টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত আশাবাদী। ইতিমধ্যেই তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন।

ব্লুমবার্গের তথ্য অনুসারে, সম্প্রতি ইলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছেন। তার কোম্পানিগুলোর দ্রুত বৃদ্ধির কারণে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে অবস্থান করছেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মেগা ইভেন্টের আয়োজনের দায়িত্বে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এপ্রিলে ৩ দিনের সূচি নির্ধারণ করে প্রস্তুতি এগিয়ে চলছে। সম্ভাব্য তারিখ চূড়ান্তের পাশাপাশি অতিথি তালিকায় বিশ্বের অন্যান্য ধনী ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের নামও তালিকায় রয়েছে।

এ সম্মেলনে বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা নেয়ার পরিকল্পনা করছে। ইতিমধ্যেই তার কাছে এই আয়োজন নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।

এদিকে, ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচনী প্রচারণায় তার ভূমিকা এবং এআই নীতি নির্ধারণী কমিটিতে তার সহযোগী শ্রীরাম কৃষ্ণাণের অন্তর্ভুক্তি সেই প্রভাবেরই প্রতিফলন।

এর আগে বাংলাদেশে বেশ কয়েকটি বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হলেও প্রত্যাশিত ফলাফল অর্জিত হয়নি। তবে এবারের আয়োজন ৫৩ বছরের ইতিহাসে সেরা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

সূত্রঃ বিডা

এম.কে
২৪ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ঘনিয়ে আসছে জলবায়ু বিপর্যয়

আসাদ সরকারের পতন, নেপথ্যে ১৪ বছরের কিশোরের গ্রাফিতি

নিউজ ডেস্ক

হৃদরোগের ঝুঁকি আছে কিনা ১০ বছর আগেই জানাবে এআই