7.9 C
London
February 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আবারও অবৈধ ভারতীয়দের হাত-পা বেঁধেই পাঠাল আমেরিকা

শনিবার রাতে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবারও হাতকড়া-শিকলে বেঁধেই পাঠানো হলো তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধ ভারতীয় প্রবাসী দাবি করেন, তাদের হাতকড়া পরিয়েই বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, তিনি দাবি করেছেন তাদের পা-ও বেঁধে রাখা ছিল শিকলে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাল আমেরিকা।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এভাবে কেন অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা, তা নিয়ে প্রশ্ন ওঠে ভারতে সংসদেও।

বিতর্কের মধ্যেই দু’দিনের আমেরিকা সফরে যান মোদি। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধ অভিবাসীদের কী অবস্থায় ফেরানো হয়, সেদিকে কৌতূহলী নজর ছিল গোটা দেশের।

মোদি সরকারের কূটনীতি কতটা সফল হবে, তা জানতে অপেক্ষায় ছিল ভারতীয়রা।

কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কৌতূহল উস্কে দিয়ে লেখেন, “এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা। ”

এই কৌতূহলের মাঝেই শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার কিছু পরে মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার অবতরণ করে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে। ফেরত পাঠানো হয় ১১৬ অবৈধ ভারতীয় অভিবাসীকে। তারা অমৃতসর বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যেকের অতীত যাচাই (ব্যাকগ্রাউন্ড চেক) করা হয়। দ্বিতীয় দফায় দেশে ফেরা অবৈধ প্রবাসীদের মধ্যে একটি বড় অংশ ছিলেন পাঞ্জাবেরই বাসিন্দা।

রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ পুলিশের গাড়িতে করে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়। হরিয়ানা সরকারও সে রাজ্যের বাসিন্দাদের ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে।

তাদের কী অবস্থায় আমেরিকা থেকে ফেরানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে রবিবার সংবাদ সংস্থা পিটিআই জানায়, দলজিৎ সিং নামে এক অবৈধ ভারতীয় প্রবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া এবং শিকল পরিয়েই বিমানে ফেরত পাঠানো হয়েছে।

প্রথম দফায় হাতকড়া-শিকল বিতর্কের মাঝে অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এ নিয়ে ব্যাখ্যাও দিয়েছিলেন। তিনি সংসদে জানান, আমেরিকার নিজস্ব আইন অনুসারেই হাতকড়া-শিকল পরানো হয় অবৈধ প্রবাসীদের। তবে মহিলা ও শিশুদের শিকল-হতাকড়া পরানো হয়নি বলেও সেই সময়ে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ঘটনাচক্রে, শনিবার যে ১১৬ জন অবৈধ প্রবাসীকে ভারতে ফেরানো হয়েছে, তাদের মধ্যে দু’জন খুনের মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। পাঞ্জাবের পাতিয়ালা জেলার রাজপুরার বাসিন্দা ওই দুই তরুণের বিরুদ্ধে ২০২৩ সালে খুনের মামলা রুজু হয়।

সন্দীপ সিং ওরফে সানি এবং প্রদীপ সিং নামে ওই দুই তরুণ অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতেই তাদের গ্রেফতার করে পুলিশ। রবিবার আরও শতাধিক অবৈধ প্রবাসীকে নিয়ে রবিবার তৃতীয় একটি বিমান আসার কথা রয়েছে ভারতে।

সূত্রঃ এনডিটিভি, দ্য হিন্দু

এম.কে
১৬ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিটকয়েনের দাম

৩ নৌকা থেকে ১৩০০ অভিবাসী উদ্ধার

ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা