18.9 C
London
July 10, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আবারও এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট বাতিল, উড়োজাহাজ হতে ফেরত নামানো হয় যাত্রীদের

আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রারত এয়ার ইন্ডিয়ার এআই ১৫৯ ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কথা থাকলেও, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি উড্ডয়নের ঠিক আগে বাতিল করা হয়।

বিমান সংস্থা সূত্রে জানা গেছে, যাত্রীদের বোর্ডিং সম্পন্ন হলেও পরে তাদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। তাৎক্ষণিকভাবে যাত্রীদের ফ্লাইট বাতিলের কারণ জানানো না হলেও পরে সংবাদ সংস্থা পিটিআই-কে এক কর্মকর্তা জানান, বিমানের ইঞ্জিনে কারিগরি সমস্যা ধরা পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটি স্থগিত করা হয়।

প্রথমে এ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করা হলেও পরে বিষয়টি গুরুতর হওয়ায় তাৎক্ষণিক সমাধান অসম্ভব হয়ে পড়ে। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে ফ্লাইটটি দিনের জন্য বাতিল ঘোষণা করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও অসন্তোষ। অনেকে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন এয়ার ইন্ডিয়ার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে।

এর পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ উঠে আসছে। মাত্র কয়েক দিন আগেই—১২ জুন—আহমেদাবাদে ঘটে ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা, যাতে এয়ার ইন্ডিয়ার আরেকটি লন্ডনগামী ফ্লাইট (এআই ১৭১) রানওয়ে থেকে উড্ডয়নের কিছু সময় পরই ভেঙে পড়ে। দুর্ঘটনায় পাইলট, ক্রু ও যাত্রী মিলিয়ে প্রায় ৩০০ জনের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র জানায়। ফলে বর্তমানে পাইলট ও কর্তৃপক্ষ ঝুঁকি এড়িয়ে চলার কৌশল নিয়েছে।

নতুন করে এই ফ্লাইট বাতিলের ঘটনা এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। বিশেষ করে আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানগুলোর ক্ষেত্রে এ ধরনের ঘটনা বিমান সংস্থার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এখনো যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা বা রিফান্ড সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। যাত্রীরা দ্রুত সমাধান ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
১৭ জুন ২০২৫

আরো পড়ুন

আবারও বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার

ভারতকে ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

নাসার বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ