11.9 C
London
April 28, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বৈরি আবহাওয়ার মুখে যুক্তরাজ্য

উইকেন্ডের পর ইংল্যান্ড এবং ওয়েলসের কিছু অংশে ঝড়ের পূর্বাভাসের পাশাপাশি বন্যা, বিদ্যুৎ বিপর্যয় এবং পরিবহন ব্যাঘাতের সম্ভাবনাসহ আবহাওয়ার হলুদ সতর্ক সংকেত দেয়া হয়েছে।

 

যুক্তরাজ্যের উষ্ণতম নববর্ষের পরে, আবহাওয়া অফিস দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলসের কিছু অংশে ভারী ঝড়ের জন্য সতর্কতা জারি করেছে। পূর্বাভাসকারীরা বলেছেন যে, দ্রুত চলমান বজ্রঝড়ের ফলে আকস্মিক বন্যা, বজ্রপাত ঘটতে পারে। এছাড়াও রোড ব্লক, বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং গাছ ও ভবনের ক্ষতি হতে পারে।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রঝড়ের জন্য আবহাওয়া অফিসের হলুদ আবহাওয়া সতর্কতা জারি রয়েছে। এতে বলা হয়েছে: “ভারী বৃষ্টি এবং বজ্রঝড়ের একটি ব্যান্ড আজ দ্রুত পূর্ব দিকে অগ্রসর হবে, এক ঘণ্টা বা তারও কম সময়ে কিছু জায়গায় ১৫-২০ মিমি তীব্র বৃষ্টি হতে পারে। এগুলির সাথে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং শক্তিশালী বাতাস হতে পারে। কিছু জায়গায় ৫০ মাাইল প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া হতে পারে।”

 

আবহাওয়া সতর্কতা ইংল্যান্ডের পূর্ব, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, লন্ডন এবং ওয়েলসের কিছু অংশ জুড়ে রয়েছে।

 

আগামী মঙ্গল এবং বুধবার উত্তর স্কটল্যান্ডের জন্য বাতাস এবং তুষারপাতের জন্য সতর্কতা জারি রয়েছে৷

 

৩ জানুয়ারি ২০২২
সূত্র: দ্য গার্ডিয়ান
এনএইচ

আরো পড়ুন

সদস্যপদ না দিলেও ইউক্রেনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে ইইউ

পাঁচ সপ্তাহ বয়সে ‘খারাপভাবে’ কোভিড আক্রান্ত হয়েছিল প্রধানমন্ত্রীর মেয়ে রোমি

লকডাউনে পার্টির ঘটনায় বরিস জনসন ও রিশি সুনাককে জরিমানা