8.1 C
London
November 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আবার নিয়মভঙ্গ ঋষির

দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিন্তু নোভার গলায় কোনও বেল্ট ছিল না। তাতেই দেখা দেয় বিপত্তি।

আবার নিয়ম ভেঙ্গে খবরে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। লন্ডনের হাইড পার্কে নিজের পোষা কুকুরকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ঋষি। সঙ্গে ছিল তার পরিবারও। কিন্তু পার্কে ঘুরতে গিয়েও নিয়মভঙ্গ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দু’বছরের ল্যাব্রাডর প্রজাতির কুকুর নোভাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু নোভার গলায় কলার থাকলেও কোনও দড়ি বাঁধা ছিল না। এদিক সেদিক দৌঁড়ে বেড়াচ্ছিল নোভা। কিন্তু পার্কের নিয়মানুসারে সেখানে কেউ কুকুর নিয়ে গেলে কুকুরের গলায় দঁড়ি বাঁধা থাকা বাধ্যতামূলক। কিন্তু ঋষি সেই নিয়ম ভাঙ্গেন।

Credit: Simon Walker / No10 Downing Stre

স্থানীয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কুকুরটিকে ওভাবে ঘুরতে দেখে তারা পার্কের নিয়ম অবহিত করেন এবং কুকুরটির গলায় তারপর দঁড়ি বাঁধা হয়।

এর আগেও গাড়িতে সিট বেল্ট না পড়ার কারণে ঋষিকে ১০০ পাউন্ড জরিমানা করেছিল ল্যাঙ্কাশায়ার পুলিশ। আবার নিয়ম ভাঙায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে নিয়ে হাসাহাসিও করছেন অনেকে।

এম.কে
১৫ মার্চ ২০২৩

আরো পড়ুন

ভূমিকম্প মোকাবেলায় কি প্রস্তুত বাংলাদেশ?

নিউজ ডেস্ক

যুক্তরাজ্য মৃদু মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, ব্যাংক অব ইংল্যান্ডের সুদহার অপরিবর্তিত

‘গ্রীষ্মে বাড়বে বিমান ভাড়া’

অনলাইন ডেস্ক