ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরীফ আজ জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি এই যুদ্ধবিরতিকে “পাকিস্তানের বিজয়” হিসেবে অভিহিত করেন এবং বলেন, “আমরা জয়ী হয়েছি, এটি আমাদের বিজয়।”
শেহবাজ শরীফ তার ভাষণে বলেন, “জাতির সাহস, সেনাবাহিনীর দৃঢ় প্রতিরক্ষা ও কূটনৈতিক প্রচেষ্টার ফলে আমরা আজ শান্তির পথে এক ধাপ এগিয়ে গেছি। এই যুদ্ধবিরতি কেবল অস্ত্রবিরতির চুক্তি নয়, এটি আমাদের জাতীয় ঐক্য ও সংকল্পের প্রতিফলন।”
ভারতের সঙ্গে সীমান্তে বিগত কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষের প্রাণহানি ঘটে। এই পটভূমিতে আজকের যুদ্ধবিরতির ঘোষণা এবং প্রধানমন্ত্রীর ভাষণকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, “পাকিস্তান শান্তি চায়, কিন্তু সম্মানের সঙ্গে। আমরা প্রমাণ করেছি, শান্তির জন্য আমরা সংলাপে আগ্রহী, কিন্তু জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসহীন।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান যারা এই সংঘাত নিরসনে মধ্যস্থতা করেছে বলে উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি চুক্তি ভবিষ্যতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে, যদিও অনেকে এখনো এর স্থায়িত্ব নিয়ে সন্দিহান।
শেষে প্রধানমন্ত্রী জাতিকে ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “এই বিজয় আমাদের কূটনৈতিক ও সামরিক বিজয় – শান্তি ও উন্নতির নতুন পথ উন্মোচন করবে।”
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
১১ মে ২০২৫