2.2 C
London
January 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে ইসরায়েলি দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগকে সমর্থন করার পর ইসরায়েল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পেছনের কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে অন্যতম আয়ারল্যান্ড।

গাজায় ইসরায়েলের সাম্প্রতিক কার্যক্রমের প্রেক্ষিতে গত বছর স্পেন ও নরওয়ের সঙ্গে মিলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি।

এ ছাড়া গত সপ্তাহে আয়ারল্যান্ডের পার্লামেন্ট দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগকে সমর্থন করে ভোট দেয়, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যার অভিযোগ তোলা হয়েছে।

এই পদক্ষেপের পর থেকেই আয়ারল্যান্ড ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দেয়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র আয়ারল্যান্ড সরকারের বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষী’ কর্মকাণ্ড ও বক্তব্যের অভিযোগ তুলে বলেন, আয়ারল্যান্ড কূটনৈতিক সম্পর্কের সব সীমা লঙ্ঘন করেছে।

তিনি বিশেষভাবে আইসিজেতে আনা গণহত্যার অভিযোগকে সমর্থনের বিষয়টি উল্লেখ করে এটিকে ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।

সা’র আরও মনে করিয়ে দেন যে, এর আগেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে ইসরায়েল ডাবলিন থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল।

ইসরায়েলের দূতাবাস বন্ধের সিদ্ধান্তকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আয়ারল্যান্ড সবসময় ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে অবস্থান করে এসেছে।

ইসরায়েলের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দূরে সরে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্রঃ টাইমস অব ইসরায়েল

এম.কে
১৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বৃটিশ রাজার ফ্রান্স সফর বাতিল, ফ্রান্সের অবস্থা থমথমে

চীন-পাকিস্তানকে ‘বিশেষ উদ্বেগজনক’ রাষ্ট্রের তালিকাভুক্ত যুক্তরাষ্ট্রের

ইব্রাহিম রাইসি মারা গেলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট