-0.4 C
London
January 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

আয়ারল্যান্ড সকল অবৈধ অভিবাসী ফেরত পাঠাবে ইউকেতে

আয়ারল্যান্ড অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্যে ফেরত পাঠানোর পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। যারা উত্তর আয়ারল্যান্ড হয়ে আয়ারল্যান্ডে প্রবেশ করেছে তাদের অনিয়মিত আগমনকে রোধ করার প্রয়াসে এই ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে আয়ারল্যান্ড।

আইরিশ বিচার বিভাগের মন্ত্রী হেলেন ম্যাকেনি রবিবার পাবলিক ব্রডকাস্টারকে জানান, ” আমরা এই সপ্তাহে মন্ত্রিসভায় জরুরী আইন জারি করার জন্য উত্থাপন করব যাতে অবৈধভাবে উত্তর আয়ারল্যান্ড হয়ে কেউ আয়ারল্যান্ডে প্রবেশ করলে তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে দেয়া যায়।”

মন্ত্রী আরও জানান, তিনি সোমবার ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব জেমস ক্লিভারলির সাথে বৈঠকে এই বিষয় উপস্থাপন করবেন।

এক বিবৃতিতে আইরিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, “নিরাপদ ‘তৃতীয় দেশের’ সংজ্ঞা পরিবর্তনে প্রয়োজনে বিদ্যমান আইন সংশোধন করা হবে। আয়ারল্যান্ড কর্তৃক এই দাবিটি তখন সামনে আসলো যখন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছিলেন, আয়ারল্যান্ডে আশ্রয়প্রদানের ক্রমবর্ধমান হার ঠেকাতে
রুয়ান্ডায় মানুষকে নির্বাসন দেওয়ার কনজারভেটিভ পরিকল্পনাটি প্রতিরোধক হিসাবে কাজ করবে বলে বুঝতে পেরেছে।

ব্রেক্সিট চুক্তির ফলে যুক্তরাজ্য ইইউ থেকে বের হয়ে গিয়েছিল। যার কারণে আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে অভিবাসন চেক ছাড়াই যাতায়াত ব্যবস্থাও চালু হয়েছিল।

এই সপ্তাহের শুরুর দিকে সংসদীয় বক্তব্যের তথ্যে জানা যায়, আয়ারল্যান্ডে আগত ৮০ শতাংশেরও বেশি আশ্রয়প্রার্থী উত্তর আয়ারল্যান্ড হয়ে প্রবেশ করেছিলেন।

সূত্রঃ পলিটিকো

এম.কে
২৯ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

আজ থেকে রেমিট্যান্সে মিলবে ৫ শতাংশ প্রণোদনা

এবার বিচারকের আসনে বসবেন সৌদি নারীরা

যুক্তরাজ্যে জিসিএসই পরীক্ষা ল্যাপটপে নেয়ার কথা ভাবছে পরীক্ষা বোর্ড