12.2 C
London
April 26, 2024
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

আলজেরিয়ায় পিটিয়ে-পুড়িয়ে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪৯ জনের মৃত্যুদণ্ড

আলজেরিয়ায় জামেল বিন ইসমাইল (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে ৪৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে এ শাস্তি কমিয়ে আজীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। শুক্রবার (২৫ অক্টোবর) এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

 

জানা গেছে, গত বছর আলজেরিয়ায় ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে। এতে ৯০ জনের প্রাণহানি হয়। দগ্ধদের বাঁচাতে গিয়েছিলেন ভুক্তভোগী ইসমাইল। তখন এ আসামিরা ভেবেছিলেন তিনি জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছেন। পরে ভুলভাবে সন্দেহভাজন ওই ব্যক্তিকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে তারা। তার মৃত্যুর পর জানা গেছে আগুন ছড়িয়ে দিতে নয়, দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি।

 

বিবিসি জানিয়েছে, গত বছরের আগস্টে দাবানল ছড়িয়ে পড়ার পর একটি টুইট করেন ইসমাইল। সেখানে তিনি বলেন, কাবিলি অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল মোকাবিলায় সহায়তা করতে তিনি তার বাড়ি থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দূরে যাবেন। বস্তুত রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত ওই অঞ্চলটিই ছিল দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা।

 

কাবিলি অঞ্চল থেকে নিজের এলাকায় ফিরে আসার পরপরই স্থানীয়রা ইসমাইলকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে। সে সময় স্থানীয়রা দাবি করেন, ইসমাইল নিজেই জঙ্গলে আগুন লাগিয়েছেন। এরপর গত বছরের ১১ আগস্ট সহিংসতার গ্রাফিক ফুটেজ ছড়াতে শুরু করে। যেখানে দেখা যায়, বেন ইসমাইলকে আক্রমণ করা হয়েছে। তাকে নির্যাতন ও পুড়িয়ে হত্যার পর লোকজন তার মরদেহ গ্রামে নিয়ে যায়।

 

এমন ঘটনায় তোলপাড় শুরু হয়। পরে দোষী সাব্যস্ত হওয়ায় ৪৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

 

২৫ নভেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

অবশেষে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন সুযোগ-সুবিধা

বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা টেস্ট বাতিল করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক