4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

আশ্রয় প্রার্থীদের জন্য নিউ ইয়র্কের ব্যয় বেড়ে দাঁড়াতে পারে দুই বিলিয়ন ডলার

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক এডামস জানিয়েছেন, দক্ষিণ থেকে আশা অভিবাসী ঢলের কারণে সিটির ব্যয় ধারণার চেয়েও দ্বিগুণ হবে। এজন্য তিনি রাজ্যের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছেন। এর আগে তার দপ্তর ১ বিলিয়ন ডলার বাজেট চেয়েছিলো।

তিনি অভিযোগ করেন, সংকট মোকাবেলায় ফেডারেল সরকার দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে। তিনি বলেন, অতিরিক্ত প্রার্থীর ঢলের কারণে সিটির সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার মুখে রয়েছে। তিনি বলেন, সিটির অবকাঠামোগুলো ঝুঁকিতে রয়েছে। গত বছর থেকে সিটিতে ৪০ হাজারের বেশি অভিবাসী এসেছেন। এদের অনেকেরই চিকিৎসা, শিক্ষা ও সোশ্যাল সার্ভিস প্রয়োজন। সাম্প্রতিক সময়গুলোতে অভিবাসীদের স্রোত আরও বেড়েছে। গত সপ্তাহেই সিটি ৩০০০ অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দিয়েছে। এমনকি একদিনে রেকর্ড ৮৩৫ জন নিউ ইয়র্কে আসেন।

কলোরাডোর গভর্নর বাসে করে নিউ ইয়র্ক এবং শিকাগোতে অভিবাসী পাঠানো শুরু করায় এই সংখ্যা বাড়ছে।

 

সূত্র: পলিটিকো

আরো পড়ুন

নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস

What does Budget 2021 mean for the housing market?

অনলাইন ডেস্ক

ধসের আশঙ্কায় যুক্তরাজ্যের অনেক স্কুল বন্ধ