4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

আশ্রয়প্রার্থীদের প্রমোদতরীতে রাখবে নেদারল্যান্ড!

ইউরোপীয় অন্যান্য দেশগুলোর মতো নেদারল্যান্ডসও আশ্রয়প্রার্থীদের রাখার জন্য স্থান সংকটে ভুগছে৷ পরিস্থিতি সামলাতে আশ্রয়কেন্দ্রে জায়গা না হওয়াদের প্রমোদতরী হিসেবে ব্যবহৃত জাহাজে রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ৷  এজন্য আমস্টারডাম শহর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে কেন্দ্রীয় সরকার৷ আশ্রয়প্রার্থীদের জন্য এ নিয়ে দুইটি শহরে প্রমোদতরীর ব্যবস্থা করল ডাচ সরকার৷

 

আমস্টারডাম সিটি কাউন্সিলের দেয়া তথ্য অনুযায়ী, ওয়েস্টেলিক হাফেনগেবিড শিল্পাঞ্চলের কাছে শহরের পর্যটকদের আনাগোনার বাইরে জাহাজটি নোঙর করা থাকবে৷ ১ অক্টোবর থেকে সেটি ছয় মাসের জন্য চালু থাকবে৷ প্রাথমিকভাবে সেখানে এক হাজার আশ্রয়প্রার্থীকে জায়গা দেয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের৷ তবে পরবর্তীতে তা দেড় হাজারে উন্নীত হতে পারে৷

 

আমস্টারডামের সিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে এই পরিকল্পনা ‘টের আপেলে উদ্বেগজনক মানবিক সংকট সমাধানে সহায়তা করবে’৷ শরণার্থীদের রাখার জন্য আশ্রয়কেন্দ্রের জায়গা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কাউন্সিলর৷

 

নেদারল্যান্ডসের আশ্রয়প্রার্থী দেশটিতে শরণার্থী মর্যাদা পেলেও তাদের অনেকেই থাকার মতো বাড়ি খুঁজে পান না৷ যে কারণে অনেকেই আশ্রয়কেন্দ্রগুলোতে থাকেন, যেগুলো মূলত আশ্রয় আবেদনের ফলাফলের অপেক্ষারতদের সাময়িক অবস্থানের জন্য তৈরি৷

 

ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর ৬০ হাজারেরও বেশি ইউক্রেনীয় নাগরিক নেদারল্যান্ডসে এসেছেন৷ সাম্প্রতিক সময়ে পরিবারসহ শত শত আশ্রয়প্রার্থী উত্তর-পূর্বে অবস্থিত টের অ্যাপেল আশ্রয়কেন্দ্রের বাইরে তাঁবুতে বা মাটিতে ঘুমাতে বাধ্য হয়েছেন৷ সেসব ছবি ডাচ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়৷

 

এছাড়া, গোটা নেদারল্যান্ডসের আশ্রয় ব্যবস্থাতে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে৷ আশ্রয় আবেদনের প্রক্রিয়ায় ধীর গতির কারণে, অল্প সংখ্যক মানুষ সুরক্ষা পেতে সক্ষম হচ্ছেন৷ এই কারণেও আশ্রয়কেন্দ্রগুলোর উপর অতিরিক্ত চাপ পড়ছে৷ যাচাইয়ে সময় লাগায় আগের আবেদনকারীরা দীর্ঘদিন ধরে সেগুলোতে অবস্থান করছেন৷ যার ফলে নতুন আগতদের এসব আশ্রয়কেন্দ্রে স্থান দেয়া সম্ভব হচ্ছে না৷

 

১ আগস্ট ২০২২
সূত্র: ইনফো মাইগ্রেন্টস

আরো পড়ুন

যুক্তরাজ্যে কেয়ার ওয়ার্কার ভিসার গোলকধাঁধা ফেঁসে গিয়েছেন প্রবাসী কর্মীরা

ইউরোপের রোমানিয়ায় কাজের সুযোগ, চোখ রাখতে পারেন যে ওয়েবসাইটে

লালকেল্লা এবং তাজমহল গুঁড়িয়ে ফেলার কথা বলে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ