TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৫২৬ অভিবাসী

উত্তর ফ্রান্স উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছেছে ৫২৬ জন অনিয়মিত অভিবাসী৷ ১৯ আগস্টের পর এটি ইংল্যান্ডে পৌঁছানো বড় অভিবাসী দল৷

ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, মঙ্গলবার ২৭ আগস্ট মোট আটটি নৌকায় ৫২৬ জন অনিয়মিত অভিবাসী ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ফরাসি উপকূল থেকে ইংরেজ উপকূলে এসে পৌঁছেছেন৷ তাদের মধ্যে নারী, শিশু ও পুরুষ অভিবাসী রয়েছেন৷

উপকূলে আসা অভিবাসীরা লাইফ জ্যাকেট ও কম্বল পরিহিত অবস্থায় ছিলেন৷

এ নিয়ে চলতি বছর ছোট নৌকায় ব্রিটেনে আসা অভিবাসীদের সংখ্যা ১৯ হাজার ৮২০ জন ছাড়িয়েছে৷

১৯ আগস্টের পর চ্যানেল ও উত্তর সাগরের আবহাওয়া খারাপ হয়ে গেলে অভিবাসী পারাপারের হার কমে এসেছিল৷

ব্রিটিশ হোম অফিসের একজন মুখপাত্র সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন, ‘‘আমরা সবাই বিপজ্জনক ছোট নৌকার পারাপারের অবসান দেখতে চাই৷ এটি সীমান্ত নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে৷’’

২০২৩ সালের পুরো সময়জুড়ে ছোট নৌকায় চ্যানেল পার হওয়া মানুষের সংখ্যা ছিল ১৯ হাজার ৮০১৷ ২০২২ সালে সংখ্যাটি ছিল ২৫ হাজার ৬৫৷

উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং ব্যস্ততম শিপিং রুটগুলোর মধ্যে একটি৷

অনেক অভিবাসী বিশ্বের দরিদ্র এবং বিশৃঙ্খল অঞ্চলগুলো থেকে এসে উত্তর ফ্রান্স উপকূলে অবস্থান করেন৷ যাদের মূল উদ্দেশ্যে ব্রিটেনে যাওয়া৷ এসব অভিবাসীদের পরিবারের সদস্যরা ব্রিটেনে অবস্থান করায় তারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় না করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে থাকেন৷

সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ভারত এবং আলবেনিয়া থেকে আসা অনিয়মিত অভিবাসীরা সবচেয়ে বেশি সংখ্যক উত্তর ফ্রান্স থেকে ব্রিটেনে যেতে চান৷

তথ্যসূত্রঃ বিবিসি

এম.কে
৩০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

লন্ডনে বিনা টিকেটে ভ্রমণে বৃদ্ধি পাচ্ছে জরিমানা

পূর্ব লন্ডনের হ্যাকনিতে বন্দুকধারীদের গুলিতে একজনের মৃত্যু

বাড়ছে যুক্তরাজ্যের ইউনিভার্সেল ক্রেডিটের বেনিফিট প্রায় ৬.৭%