3.2 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে ৫২৬ অভিবাসী

উত্তর ফ্রান্স উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে যুক্তরাজ্যে পৌঁছেছে ৫২৬ জন অনিয়মিত অভিবাসী৷ ১৯ আগস্টের পর এটি ইংল্যান্ডে পৌঁছানো বড় অভিবাসী দল৷

ব্রিটিশ হোম অফিস জানিয়েছে, মঙ্গলবার ২৭ আগস্ট মোট আটটি নৌকায় ৫২৬ জন অনিয়মিত অভিবাসী ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে ফরাসি উপকূল থেকে ইংরেজ উপকূলে এসে পৌঁছেছেন৷ তাদের মধ্যে নারী, শিশু ও পুরুষ অভিবাসী রয়েছেন৷

উপকূলে আসা অভিবাসীরা লাইফ জ্যাকেট ও কম্বল পরিহিত অবস্থায় ছিলেন৷

এ নিয়ে চলতি বছর ছোট নৌকায় ব্রিটেনে আসা অভিবাসীদের সংখ্যা ১৯ হাজার ৮২০ জন ছাড়িয়েছে৷

১৯ আগস্টের পর চ্যানেল ও উত্তর সাগরের আবহাওয়া খারাপ হয়ে গেলে অভিবাসী পারাপারের হার কমে এসেছিল৷

ব্রিটিশ হোম অফিসের একজন মুখপাত্র সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন, ‘‘আমরা সবাই বিপজ্জনক ছোট নৌকার পারাপারের অবসান দেখতে চাই৷ এটি সীমান্ত নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে৷’’

২০২৩ সালের পুরো সময়জুড়ে ছোট নৌকায় চ্যানেল পার হওয়া মানুষের সংখ্যা ছিল ১৯ হাজার ৮০১৷ ২০২২ সালে সংখ্যাটি ছিল ২৫ হাজার ৬৫৷

উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং ব্যস্ততম শিপিং রুটগুলোর মধ্যে একটি৷

অনেক অভিবাসী বিশ্বের দরিদ্র এবং বিশৃঙ্খল অঞ্চলগুলো থেকে এসে উত্তর ফ্রান্স উপকূলে অবস্থান করেন৷ যাদের মূল উদ্দেশ্যে ব্রিটেনে যাওয়া৷ এসব অভিবাসীদের পরিবারের সদস্যরা ব্রিটেনে অবস্থান করায় তারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় না করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে থাকেন৷

সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ভারত এবং আলবেনিয়া থেকে আসা অনিয়মিত অভিবাসীরা সবচেয়ে বেশি সংখ্যক উত্তর ফ্রান্স থেকে ব্রিটেনে যেতে চান৷

তথ্যসূত্রঃ বিবিসি

এম.কে
৩০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

হাসপাতালে ভর্তি ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন

অতি দ্রুত ছড়ায় করোনার ব্রাজিলিয়ান স্ট্রেইন

নিউজ ডেস্ক

যে ৫টি শর্ত পূরণ করলে ব্রিটেনের ‘রেডলিস্ট’ থেকে মুক্তি পাবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক