ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে একটি বিশাল সিঙ্কহোল বা ধস-গহ্বর দেখা দিয়েছে। যা অন্তত একটি পুরো বাগান গিলে ফেলেছে এবং কর্তৃপক্ষকে প্রায় ৩০টি বাড়ির বাসিন্দাদের এই এলাকা হতে সরিয়ে নিতে বাধ্য করেছে।
সারে কাউন্টির গডস্টোন গ্রামে সোমবার এই সিঙ্কহোলটি তৈরি হয় এবং মঙ্গলবার পর্যন্ত এটি অন্তত ২০ মিটার প্রসারিত হয়। স্থানীয় সংস্থাগুলো এটিকে একটি গুরুতর ঘটনা হিসেবে ঘোষণা করেছে।
বিবিসি জানিয়েছে, যে বাড়িগুলো খালি করা হয়েছে, সেগুলো প্রায় তিন বছর আগে একটি পুরনো বালির খনির উপর নির্মিত হয়েছিল।
স্থানীয় বাসিন্দা নূশ মিরি বলেন, ” আমার দরজায় জোরে ধাক্কা দেওয়া হচ্ছিল। আমি দরজা খুলতেই মনে হলো যেন আমি কোনো জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে আছি, কারণ সিঙ্কহোলটি একদম আমার ঘরের দোরগোড়াতে ছিল।”
অন্য এক বাসিন্দা রেজ মিরা বিবিসিকে বলেন, তার বাগানটি সিঙ্কহোলের নীচে চলে গিয়েছে। বাগানটি ধসে গিয়েছে এবং দেয়ালও মনে হচ্ছে পড়ে যাবে। আমরা খুবই আতঙ্কিত।
সারে কাউন্টি কাউন্সিল জানিয়েছে সিঙ্কহোল নিয়ে তদন্ত চলছে এবং এলাকাটিতে কাজ চলাকালীন সময়ে স্থানীয় বাসিন্দাদের সংরক্ষিত এলাকা হতে দূরে থাকার অনুরোধ করা হয়েছে। সংরক্ষিত এলাকার বাসিন্দাদের আবাসন সংক্রান্ত পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে কাউন্সিল।
সারে কাউন্টি কাউন্সিলের কার্ল বাসি বলেছেন, “স্থানীয় রেজিলিয়েন্স ফোরাম এই ঘটনাকে কেন্দ্র করে নিয়মিত বৈঠক করবে যাতে পরিস্থিতি যত দ্রুত এবং নিরাপদে দ্রুত সমাধান করা যায়।”
সারে কাউন্টি কাউন্সিল ওয়াটার মঙ্গলবার ভোরে জানিয়েছে তারা গডস্টোন হাই স্ট্রিটে একটি পানির পাইপ ফেটে যাওয়ার বিষয়ে অবগত হয়েছে। বুধবার প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে তারা ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে পানির সরবরাহ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বিদ্যুৎ সংযোগও পুনরুদ্ধার করা হয়েছে।
সূত্রঃ বিবিসি / রয়টার্স
এম.কে
২০ ফেব্রুয়ারি ২০২৫