ইংল্যান্ডে ফ্লু-জনিত হাসপাতালে ভর্তির সংখ্যা চার গুণ বৃদ্ধি পেয়েছে। এনএইচএস কর্তৃপক্ষ এই ‘বিশাল’ চাপের বিষয়ে ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে।
ঠান্ডা আবহাওয়ায় চাপ আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এনএইচএস ইংল্যান্ডের পরিসংখ্যান অনুযায়ী ২৯ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ৫,০৭৪ জন ফ্লু রোগী ভর্তি হয়েছেন।
এনএইচএস মুখপাত্র বলেছেন, এনএইচএসের ওপর “বিশাল” চাপ এই সপ্তাহান্তে তাপমাত্রা কমলে আরও খারাপ হবে।
এনএইচএস ইংল্যান্ডের পরিসংখ্যান অনুযায়ী:
২৫ ডিসেম্বর: হাসপাতালে ৪,১০২ জন ফ্লু রোগী ছিলেন।
২৯ ডিসেম্বর: এই সংখ্যা বেড়ে ৫,০৭৪-এ পৌঁছেছে।
গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪,৪৬৯ জন ফ্লু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ২১১ জন ছিলেন গুরুতর পরিচর্যায়।
এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ১৭% বেশি, যখন গড়ে ৩,৮১৮ রোগী ভর্তি হয়েছিলেন এবং গুরুতর পরিচর্যায় ছিলেন ১৮৪ জন। ১ ডিসেম্বরের তুলনায় সংখ্যাটি চার গুণ বেশি, তখন রোগীর সংখ্যা ছিল ১,০৯৮। তবে, এই সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় কম, যখন এটি ছিল ৫,৪৪১।
এনএইচএস কনফেডারেশনের প্রধান নির্বাহী ম্যাথিউ টেলর বলেছেন, জনগণকে “অন্য কোনো ধারণা করা উচিত নয়” যে এনএইচএস এখন “জাতীয় দুর্বলতার” অবস্থায় রয়েছে।
তিনি বলেন, “এই শীতের পরিসংখ্যান প্রমাণ করে যে এনএইচএসকে প্রচুর অসুস্থ রোগীর চাহিদা এবং উচ্চমাত্রার ফ্লু সামলাতে হচ্ছে।”
তিনি যোগ করেন, “আগামী দুই থেকে তিন সপ্তাহ বছরের ব্যস্ততম সময় হবে। এটি কর্মীদের এবং সেবার ওপর চাপ সৃষ্টি করবে।”
এনএইচএস প্রোভাইডার্সের অ্যাডাম ব্রিমেলো বলেন, “এই পরিসংখ্যান পরিষেবাগুলোর উপর ক্রমাগত চাপ দেখাচ্ছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের ঠান্ডা আবহাওয়া এনএইচএস সেবার চাহিদা আরও বাড়াতে পারে।”
গত সপ্তাহে গড়ে প্রতিদিন ৫২৮টি হাসপাতালের শয্যা ডায়রিয়া ও বমি বা নোরোভাইরাসের মতো উপসর্গযুক্ত রোগীদের দ্বারা পূর্ণ ছিল।
গড়ে ৭৪ শিশু শ্বাসযন্ত্রের সিনসাইটিয়াল ভাইরাস (RSV)-এর জন্য হাসপাতালে ভর্তি ছিল, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি (৫০)।
এনএইচএস-এর জরুরি পরিচর্যার জাতীয় ক্লিনিকাল পরিচালক প্রফেসর জুলিয়ান রেডহেড বলেছেন, “পরিসংখ্যানগুলো দেখায় ফ্লুর চাপ নতুন বছরে প্রবেশের আগেও কমেনি এবং রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
সারা ইংল্যান্ডে সপ্তাহান্তের আগে শীতের প্রবল আবহাওয়ার কারণে নিম্ন তাপমাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যাদের শ্বাসযন্ত্রের সমস্যা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা উষ্ণ থাকার চেষ্টা করুন এবং নিয়মিত ওষুধ মজুত রাখুন।
স্বাস্থ্যগত পরামর্শের জন্য এনএইচএস ১১১ এবং ১১১ অনলাইনের সেবা ব্যবহার করুন।”
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
০৪ জানুয়ারি ২০২৫