TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর—সহিংস ও যৌন অপরাধের হটস্পট উন্মোচিত

ব্রিটেনের সবচেয়ে অপরাধপ্রবণ এলাকা হিসেবে উঠে এসেছে বার্মিংহামের নিউ স্ট্রিট, যা ডেইলি মেইল এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

শহরের প্রধান পরিবহন কেন্দ্র থাকা লেডিওয়াড অঞ্চলের ছোট্ট একটি এলাকায় ২০২৪ সালে প্রতিদিন প্রায় পাঁচজন মানুষ আক্রমণের শিকার হয়েছেন, ধর্ষিত হয়েছেন বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

ডেইলি মেইলের বিশ্লেষণে জানা যায়, ব্রিটেন বর্তমানে অপরাধের মহামারিতে আক্রান্ত। লেবার পার্টির ওপর চাপ বাড়ছে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে অপরাধের হার না বাড়ে এবং জনগণের ক্ষোভ প্রশমিত হয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ২২ লাখেরও বেশি সহিংস বা যৌন অপরাধ পুলিশে রিপোর্ট করা হয়েছে।

এটি ছিল রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ বছরগুলোর একটি, যেখানে হামলা, গুরুতর শারীরিক ক্ষতি, খুন, ধর্ষণ এবং যৌন নিপীড়নের মতো অপরাধের সংখ্যা গত এক দশকে তিনগুণ বেড়েছে।

ডেইলি মেইলের মানচিত্র সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে তৈরি হয়েছে এবং ‘Lower Layer Super Output Areas’ (LSOAs) অনুযায়ী অপরাধের হার দেখানো হয়েছে। প্রতি ১,০০০ বাসিন্দার মধ্যে কতটি অপরাধ সংঘটিত হয়েছে তা দেখিয়ে প্রতিটি এলাকা র‌্যাংক করা হয়েছে। লাল রঙ যত গাঢ় হবে, অপরাধের হার তত বেশি বলে ম্যাপে বোঝানো হয়েছে।

তবে, গ্রেটার ম্যানচেস্টার পুলিশের মানচিত্র পাওয়া যায় নাই, কারণ তারা জুলাই ২০১৯ সালের পর থেকে তাদের জাতীয় অপরাধ ডাটাবেস আপডেট করেনি।

বার্মিংহামে ২০২৪ সালে ১,৭৮২টি সহিংস বা যৌন অপরাধ ঘটেছে যার ফলে এই অঞ্চলকে অন্যতম অপরাধপ্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়। এটি প্রতি বর্গমাইলে প্রায় ৮,৫০০টি সহিংস অপরাধের সমান, যা ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আওতাভুক্ত।

এলাকাটির জনসংখ্যা ১,২০০-এর বেশি, যার ফলে প্রতি ১,০০০ বাসিন্দার জন্য অপরাধের হার দাঁড়িয়েছে ১,৪৪১—যা ইংল্যান্ড ও ওয়েলসের দ্বিতীয় সর্বোচ্চ অপরাধপ্রবণ এলাকা ডনকাস্টারের তুলনায় দ্বিগুণ (৭৬৬ প্রতি ১,০০০ বাসিন্দা)।

২০২৪ সালের ২০ জানুয়ারি বার্মিংহামের ভিক্টোরিয়া স্কয়ারে ১৭ বছর বয়সী মোহাম্মদ আলীকে ১৫ বছর বয়সী দুই কিশোর ছুরিকাঘাত করে হত্যা করে।

২০২২ সালের ২৯ জানুয়ারি ডনকাস্টার শহরের কেন্দ্রে ১৭ বছর বয়সী জেনিস কোজলোভস্কিস ও ২০ বছর বয়সী রায়ান থিওবাল্ডকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
১৯ বছর বয়সী অপরাধী অমৃত ঝাগরা তাদের খুনের দায়ে দোষী সাব্যস্ত হন এবং তাকে ন্যূনতম ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ডনকাস্টারকে দ্বিতীয় অপরাধপ্রবণ এলাকা বলে পরিসংখ্যান অনুযায়ী চিহ্নিত করা হয়।

লন্ডনের লেইসেস্টার স্কয়ার তৃতীয় অপরাধপ্রবণ এলাকা।
২০২৩ সালের ১২ আগস্ট দিনে-দুপুরে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রী ও তার ৩৪ বছর বয়সী মা লন্ডনের লেইসেস্টার স্কয়ারে ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
এই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

অন্যান্য অপরাধপ্রবণ এলাকাঃ

৪র্থ স্থানে রয়েছে নিউক্যাসল শহরের কেন্দ্রীয় এলাকা (৬৬৯ অপরাধ প্রতি ১,০০০ বাসিন্দা) এবং ৫ম স্থানে ব্রাইটন বিচ (৬৬৪ অপরাধ প্রতি ১,০০০ বাসিন্দা)।

সারা ইংল্যান্ড ও ওয়েলসে ৩৭,০০০টি এলাকা বিশ্লেষণ করে দেখা গেছে, ৬,৩১৯টি এলাকায় প্রতি ১,০০০ বাসিন্দার মধ্যে ৫০টির বেশি সহিংস অপরাধ হয়েছে।

মাত্র ২৬টি এলাকা রয়েছে যেখানে সহিংস অপরাধের হার প্রায় শূন্য, যার মধ্যে একটি হার্পেনডেনের কেন্দ্র থেকে কিছু দূরে অবস্থিত।

হের্টফোর্ডশায়ারের বারখামস্টেড ক্যাসেলের পাশে অবস্থিত “Chiltern Park Estate” নামক এলাকায় ১,৩৪৮ জন বাসিন্দার মধ্যে কোনো সহিংস অপরাধ ঘটেনি।

হোম সেক্রেটারি ইভেট কুপার ২০৩৪ সালের মধ্যে ছুরি হামলার হার অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি “নিনজা” ও “সামুরাই” তলোয়ারের বিক্রি নিষিদ্ধ করতে চান এবং “রেসপে অর্ডার” চালু করে অপরাধীদের শহরের কেন্দ্র থেকে নিষিদ্ধ করতে চান।

এছাড়া, যুক্তরাজ্য সরকার অপরাধ নিয়ন্ত্রণে ১৩,০০০ নতুন পুলিশ নিয়োগ ও টহল পুলিশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা যায়।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে
১৭ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে শুধু মুসলিম বলে ঘৃণ্য অপরাধের বলি ৬ বছরের এক শিশু

যুক্তরাজ্যের সহায়তা কমলে ভয়াবহ পরিণতি হবে: ইউনিসেফের হুঁশিয়ারি

প্লেন থেকে ফেলা মানববর্জ্যে ভেসে গেল এক ব্যক্তি ও তার বাগান!

অনলাইন ডেস্ক