4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

“ইইউ থেকে আলাদা হয়ে প্রতিশ্রুতি পালন করেনি যুক্তরাজ্য”

সাংবাদিক এবং সম্প্রচারকর্মী অ্যান্ড্রু নিল দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে সত্যিকার ব্রেক্সিটাররা স্বীকার করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের প্রস্থান এখন পর্যন্ত তার প্রতিশ্রুতি পালন করেনি।

 

তিনি যোগ করেছেন যদি বাকিরা চ্যানেল জুড়ে ‘স্বচ্ছভাবে তাকায়’ তবে তারা দেখতে পাবে ব্লকটি আরও খারাপ অবস্থায় রয়েছে, ব্রিটেনের চেয়ে।

 

অ্যান্ড্রু নিল, দ্য মেইলের একটি অপ-এডিতে বলেছেন: ‘[ইইউ] এখন মন্দার দ্বারপ্রান্তে, এবং আরেকটি ইউরোজোন মুদ্রা সংকট দেখা দিয়েছে। এটি একটি দ্বিগুণ আঘাত যা প্রেসিডেন্ট পুতিনের কারণে আরও বেদনাদায়ক, এবং দীর্ঘায়িত হবে।’

 

তিনি আরো বলেন: ‘এখন এমন একটি সময় যা সব থেকে বড় সংকটের মুখোমুখি এবং সম্পূর্ণরূপে নেতৃত্বহীন। প্রতিকূলতার মুখে এর বহু অনুশীলিত ঐক্য সীমা পর্যন্ত পরীক্ষা করা হবে। ইতোমধ্যেই এতে ফাটল ধরতে শুরু করেছে।’

 

২৪ জুলাই ২০২২
সূত্র: এক্সপ্রেস ইউকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাড়ির দাম বৃদ্ধির রেকর্ড উর্ধগতি

আগস্টে রেমিট্যান্স ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা

অভিবাসীদের জন্য নির্ধারিত হোটেলের বিরোধীতায় ব্রিটিশ মন্ত্রী