ইউকে মৌসুমী কর্মীদের জন্য বছরে ৪৩ হাজার ভিসা ইস্যু করবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।
যুক্তরাজ্য সরকার কৃষি খাতে ৪৩,০০০ মৌসুমী কর্মী ভিসা দেওয়ার এবং অতিরিক্ত পাঁচ বছরের জন্য ভিসা প্রোগ্রাম দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে, এটি ২০২৯ সাল পর্যন্ত প্রসারিত হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র।
এই বছরের শুরুর দিকে এনএফইউ সম্মেলনে প্রধানমন্ত্রী ঋষি সুনাক কৃষিক্ষেত্রের অনুদানের বিষয়ে ঘোষণা দেওয়ার সময় এই মৌসুমি কর্মী ভিসার বিষয়ে আলোকপাত করেন। কৃষি ও পোল্ট্রিতে বিনিয়োগ করে খাদ্য সরবরাহের চেইনের ঘাটতি মোকাবেলা করতে চায় যুক্তরাজ্য সরকার।
কনজারভেটিভ সরকারের পরিবেশ সচিব স্টিভ বার্কলে বলেন, “ আমাদের কাছে বিশ্বমানের খাদ্য ও পানীয় খাত রয়েছে। সরকার ভবিষ্যতের খাদ্য ঘাটতি এড়াতে এখন হতেই ব্যবস্থা গ্রহণ করতে আগ্রহী। এ কারণেই আমরা কৃষক এবং চাষীদের তাদের সাফল্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি করে দিতে ২০২৯ সাল পর্যন্ত মৌসুমী কর্মী ভিসা রুটকে বাড়িয়ে দিয়েছি।”
উল্লেখ্য যে, যারা পোল্ট্রি কাজের জন্য সিজনাল ভিসার আবেদন করবেন তাদের ভিসা আবেদন প্রত্যেক বছর ১৫ নভেম্বরের ভিতরে জমা দিতে হবে। অন্যদিকে কৃষি কাজের ভিসার জন্য বছরের যে কোনও সময় আবেদন করা যেতে পারে বলে তথ্যমতে জানা যায়।
সূত্রঃ ট্র্যাভেল রেডিও
এম.কে
২৯ মে ২০২৪