13.3 C
London
May 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইউক্রেনকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র দিয়েছে ব্রিটেন

ইউক্রেনকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র দেয়ার কথা নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার। ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপ্পি দেশটির পার্লামেন্টকে বলেছেন, লন্ডন এরমধ্যে ইউক্রেনে ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র পাঠাতে শুরু করেছে।

হিপ্পি গতকাল একথা নিশ্চিত করেন যে, ব্রিটেনে নির্মিত চ্যালেঞ্জার-২ ট্যাংকের জন্য স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ গোলা এরইমধ্যে ইউক্রেনে পৌঁছেছে।
ব্রিটিশ মন্ত্রী বলেন, “আমরা চ্যালেঞ্জার-২ ট্যাংকের জন্য হাজার হাজার রাউন্ড গোলা ইউক্রেনে পাঠিয়েছি যেগুলোর মধ্যে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ গোলাও রয়েছে।

 

 

 

 

ব্রিটিশ সরকার এর আগে কিয়েভকে এ ধরনের ১৪টি ট্যাংক দিতে সম্মত হয়। গত মাসে ইউক্রেনের সেনাদেরকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেন ব্রিটিশ ও মার্কিন উপদেষ্টারা।

পার্লামেন্টে বক্তৃতা দেয়ার সময় ব্রিটিশ মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, যুদ্ধ শেষে ইউক্রেন থেকে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ গোলা সরিয়ে আনা হবে কিনা। এ প্রশ্নের উত্তরে ব্রিটিশ মন্ত্রী বলেন, লন্ডনের সামনে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।

মার্কিন সরকার ইরাকে চালানো দু’টি আগ্রাসনে স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র ব্যবহার করেছে। এসব অস্ত্র প্রয়োগের কারণে ইরাকে অনেক শিশু জন্মগত ত্রুটি নিয়ে ভূমিষ্ট হয়েছে বলে এক জরিপে দেখা গেছে।

মস্কো বারবার কিয়েভকে বিদেশী অস্ত্রের চালান দেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিশেষ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বল্পমাত্রার ইউরেনিয়াম-সমৃদ্ধ অস্ত্র দেয়ার ব্রিটিশ পরিকল্পনাকে ‘বেপরোয়া ও দায়িত্বহীন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

আরো পড়ুন

ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের নিবন্ধন স্কিম বেআইনি বলে মনে করে হোম অফিস

নিউজ ডেস্ক

এক লাখ রোহিঙ্গাকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়ার প্রস্তাব

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এমপি জামিনে মুক্ত