10.9 C
London
April 20, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

ইউরোপের সব দেশকে অভিবাসীদের ভার বহনের আহ্বান ইতালির

ইউরোপীয় ইউনিয়নের সব দেশকে ইতালিতে আসা অভিবাসনপ্রত্যাশীদের নেওয়ার আহ্বান জানিয়েছে ইতালি৷

 

ইইউ কমিশনার ফর হোম অ্যাফেয়ার্স ইলভা ইয়োহানসনের সাথে ফোনালাপকালে এ আহ্বান জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুচানা লামুরজেসে৷

 

এসময় তিনি ইতালিতে অভিবাসীদের বর্তমান অবস্থার কথা তুলে ধরেন৷ তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডাকার আহ্বানও জানান৷

 

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের সংখ্যা বাড়ছে৷ গত কয়েক সপ্তাহে শত শত অভিবাসনপ্রত্যাশী সাগর পাড়ি দিয়ে ইতালির দ্বীপ লাম্পেদুসায় পৌঁছায়৷

 

অভিবাসনপ্রত্যাশীরা মূলত আফ্রিকার দেশ তিউনিশিয়া ও লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে থাকে৷ তাদের অনেকের প্রাথমিক গন্তব্য থাকে ইতালি৷

 

এভাবে নৌকায় চেপে সাগর পাড়ি দিয়ে চলতি বছর ৩০ হাজার ২০০জন অভিবাসনপ্রত্যাশী ইতালিতে আশ্রয় নেয়৷ গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১৪ হাজার ৮০০৷

 

ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই নিহতের ঘটনা ঘটে৷ চলতি বছরে সমুদ্রে নৌকা ডুবে এক হাজার অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বলে জানায় জাতিসংঘ৷

 

এদিকে পরিস্থিতি সামলাতে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপের বিভিন্ন দেশে নেওয়ার বিষয়ে আলোচনা কয়েক মাস ধরে স্থবির রয়েছে৷ অভিবাসনপ্রত্যাশীদের কীভাবে ইউরোপের বিভিন্ন দেশে দেওয়া যেতে পারে এ বিষয়ে জোটের নেতাদের মধ্যে মত বিরোধ রয়েছে বলে জানা গেছে৷

 

তবে ব্রাসেলসের দাবি, জার্মানি ও ফ্রান্স প্রতি মাসে ইটালির চেয়ে বেশি সংখ্যক অভিবাসনপ্রত্যাশীদের আবেদন গ্রহণ করছে৷

 

৮ আগস্ট ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্টস

আরো পড়ুন

প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হতে পারেন মাইকেল গভ

অনলাইন ডেস্ক

এবার ১০ লাখ মুসলিমকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব

লন্ডনে মাস্ক না পরায় একদিনেই ৩০ হাজার পাউন্ড জরিমানা