6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
ইউরোপ

ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ

ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, চলতি বছরের গত জুন মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইউরোস্ট্যাট জানায়, ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় পেতে গত জুন মাসে ৭০ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে যা গত বছরের জুন মাসের তুলনায় সংখ্যাটি ১৭ শতাংশ কম।

ইউরোস্ট্যাট আরও জানায়, মোট আবেদনের ১২ শতাংশ করেছেন সিরীয়রা। এরপরে আছে ভেনেজুয়েলা ৯ শতাংশ ও আফগানিস্তানের ৮ শতাংশ নাগরিকেরা। মোট আবেদনের তিন-চতুর্থাংশের বেশি পেয়েছে জার্মানি, স্পেন, ইটালি ও ফ্রান্সের কর্তৃপক্ষ।

ইউরোস্ট্যাট জানিয়েছে, ২ দশমিক ৯ শতাংশ আবেদন এসেছে অপ্রাপ্তবয়স্কদের কাছ থেকে যাদের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই। চলতি বছরের জুন মাসে জার্মানিতে আশ্রয়ের আবেদন পড়েছে ১৬ হাজার ৭৭০টি।

গতবছরের জুন মাসের চেয়ে হারটি ২৭ শতাংশ কম৷ জার্মানিতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় সরকার অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠোর করছে৷ গত সোমবার থেকে জার্মানির সব স্থলসীমান্তে পুলিশ নিয়ন্ত্রণ শুরু করেছে। ছয় মাসের জন্য এই সিদ্ধান্তের মাধ্যমে জার্মানি বেআইনি অনুপ্রবেশ কমাতে চায়।

সূত্রঃ ডয়েচে ভেলে

এম.কে
২৬ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

ইউরোপে ৫০০ বছরের মধ্যে সর্বোচ্চ খরা

অনলাইন ডেস্ক

ইউরোপের আকাশে চোখ বিমানের

ইউরোপে বন্যা: মৃতের সংখ্যা দাঁড়াল ১৭০