10.2 C
London
April 17, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউরোপে প্রথম থিম পার্কের জন্য বেডফোর্ডকে বেছে নিল ইউনিভার্সাল

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরে একটি পরিত্যক্ত ইটভাটার জায়গায় নির্মিত হবে বিনোদন জগতের বিশাল প্রতিষ্ঠান। ইউনিভার্সালের একটি বহু বিলিয়ন পাউন্ডের থিম পার্ক যুক্তরাজ্যে চালু করতে যাচ্ছে, যা ব্রিটিশ সরকার বুধবার নিশ্চিত করেছে। নতুন ব্রিটিশ পর্যটন আকর্ষণ আসছে হোম কাউন্টিগুলিতে – ঠিক A421 এর পাশে।

প্রকল্পটি প্রতিবছর ৮.৫ মিলিয়ন ভিজিটরকে লন্ডনের উত্তরে ৫০ মাইল দূরের এই মার্কেট টাউনের আশেপাশে আনবে বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্পটি হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং ব্রিটেনের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণে পরিণত হবে বলে জানিয়েছে ইউনিভার্সেল।

ইউরোপে ইউনিভার্সালের প্রথম থিম পার্কটি বসবে ১৯২ হেক্টর (৪৭৬ একর) জায়গাজুড়ে, পুরাতন কেম্পস্টন হার্ডউইক ইটভাটার সাইটে। যার অংশ হিসেবে থাকবে ৫০০ বেডের একটি হোটেল, খুচরা বিক্রয়ের খাবার দোকান এবং বিনোদন কমপ্লেক্স।

রিসোর্টে কী ধরনের রাইড ও আকর্ষণ থাকবে তা নির্ধারণের জন্য এখনো সময় লাগবে বলে জানিয়েছে ইউনিভার্সাল। তবে তাদের সর্বশেষ পার্ক বেইজিংয়ে চালু হয়েছে যেখানে রয়েছে মিনিয়নস-থিমযুক্ত লুপ-ডি-ডুপ-ডি, ট্রান্সফর্মারস মেগাবেস ডিসেপ্টিকোস্টার এবং কুং ফু প্যান্ডা ল্যান্ড অব অসামনেস নামে একটি এলাকা।

ইউনিভার্সাল দাবি করেছে, এই প্রকল্পটি বেডফোর্ডের জন্য পরিবর্তন আনবে এবং যুক্তরাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। বুধবার এই ঘোষণা দেয়ার সময় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভবিষ্যত সুফলের কৃতিত্ব নিতে আগ্রহ প্রকাশ করেন।

স্টারমার বলেন, “ স্থানীয় ও জাতীয় প্রবৃদ্ধিকে একত্রিত করে প্রায় ২৮,০০০ নতুন চাকরি সৃষ্টি করা হবে। এটাই আমাদের পরিবর্তনের পরিকল্পনার বাস্তবায়ন। এটা শুধু সংখ্যার ব্যাপার নয়; এটা আমাদের দেশের মানুষের জন্য বাস্তব সুযোগ তৈরি করার বিষয়। আমরা একসাথে যুক্তরাজ্যের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি, মানুষকে কাজে লাগিয়ে এবং আমাদের অর্থনীতিকে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক রাখছি।”

সরকার বলেছে, প্রকল্পটি ব্রিটেনের অর্থনীতিতে ৫০ বিলিয়ন পাউন্ডের সুবিধা আনবে এবং ২০,০০০ নির্মাণ কাজের সুযোগ তৈরি করবে, যার পরে আরও ৮,০০০ স্থায়ী চাকরি সৃষ্টি হবে, যা ২০৩১ সালের মধ্যে চালু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

এত বড় প্রকল্পের এখনো পরিকল্পনা অনুমোদন (প্ল্যানিং পারমিশন) নেই এবং এটি হবে সরকারের বড় নির্মাণ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতির একটি পরীক্ষা। তবে স্থানীয় সরকার নেতারা এই প্রকল্পকে জোরালোভাবে সমর্থন করেছেন।

গত মাসে বেডফোর্ডের এমপি মোহাম্মদ ইয়াসিন এই বিষয়ে স্টারমারকে প্রশ্ন করলে তিনি সম্মত হন যে “বেডফোর্ডের সম্ভাবনা উন্মুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং সুযোগ সৃষ্টি করে।”

ঘোষণার অংশ হিসেবে সরকার জানিয়েছে, তারা সাইটের চারপাশে “একটি বড় অবকাঠামোগত বিনিয়োগ” করবে যেন সহজে প্রবেশযোগ্য হয়।

এই প্রকল্পটির আলোচনা চলছে এক বছরেরও বেশি সময় ধরে, এবং প্রাথমিকভাবে বেডফোর্ডের লন্ডনের নিকটবর্তী অবস্থানকে গুরুত্ব দেওয়া হয়।

এই সপ্তাহের শুরুতেই, পরিবহন সচিব লুটন বিমানবন্দরের একটি বড় সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেন।

লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল স্টুডিওস হলিউড, ফ্লোরিডার অরল্যান্ডোর প্রধান পার্ক এবং ২০২১ সালে বেইজিংয়ে চালু হওয়া প্রকল্প ছাড়াও ইউনিভার্সাল জাপান ও সিঙ্গাপুরেও রিসোর্ট পরিচালনা করে।

২০২৩ সালে কোম্পানিটি “ইউনিভার্সাল ডেস্টিনেশনস অ্যান্ড এক্সপেরিয়েন্সেস” নামে পুনঃব্র্যান্ড করা হয়, যা ইউএস টেলিকম সংস্থা কমকাস্টের মালিকানাধীন, যারা স্কাই-এরও মূল কোম্পানি।

কমকাস্ট কর্পোরেশনের প্রেসিডেন্ট মাইক ক্যাভানাঘ বলেন, “যুক্তরাজ্যে একটি অসাধারণ ইউনিভার্সাল থিম পার্ক ও রিসোর্ট তৈরি নিয়ে আমরা অত্যন্ত উত্তেজিত। যা আমাদের ইউএস-ভিত্তিক পার্ক ব্যবসার পরিপূরক হয়ে ইউরোপে আমাদের উপস্থিতি বিস্তার করবে।”

চ্যান্সেলর র‍্যাচেল রিভস বলেন: “ একটি বৈশ্বিক পরিবর্তনের সময়ে, এই বিনিয়োগ ব্রিটেন ব্যবসার জন্য আস্থাশীল স্থান তা প্রমাণ করে।

ইউনিভার্সালের এই বিনিয়োগ যুক্তরাজ্যের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন পাউন্ড যোগ করবে এবং হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৯ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

পাষণ্ড বাবার মারধরে মৃত্যু, ভাঙা ছিল ফুটফুটে শিশুর ২৫ হাড়

যুক্তরাজ্যে কেএফসির চিপসে মিলল লোহার স্ক্রু

৭ মাস পর জানা গেল টেমস নদীতে ঝাঁপ দেওয়া কিশোর জাহেদের ‘মৃত্যুরহস্য’