29.3 C
London
August 15, 2025
TV3 BANGLA
ইউরোপ

ইটালির ফ্যাশন মঞ্চে বাংলাদেশি নারীসহ অভিবাসীরা

দেশ ছেড়ে এসেও কোথাও যেন ঘর খুঁজে পেয়েছেন মানুষগুলো৷ তারা মেতেছেন সৃজনশীলতার আনন্দে৷ ইটালির ফ্যাশন জগতে নিজেদের জায়গা খুঁজে নিতে চাইছেন কয়েকজন অভিবাসী৷ আছেন এক বাংলাদেশি নারীও৷

মায়ানি অ্যাকাডেমি ১১০টি সংস্থার একটি নেটওয়ার্কের অংশ৷ শিল্পের মাধ্যমে ৯৫টি দেশের আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের কর্মসংস্থানে একীভূতকরণের কাজ করে তারা৷ সংস্থাটি মনে করে, ‘সংস্কৃতিই স্বাস্থ্য৷’ মায়ানির এই কোর্সের ফলে অভিবাসীরা ইটালীয় সংস্কৃতিতে একীভূত হওয়ার সুযোগ পেয়েছেন৷ এছাড়া ভাষা শেখারও সুযোগ ছিল৷ ইউক্রেনের ইয়ানা কসলভস্কাও প্রশিক্ষণ নিয়েছেন এখানে৷ তিনি একজন জুয়েলারি ডিজাইনার৷

যুদ্ধ, সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষদের মুক্তির দরজা খুলে দিয়েছিলো এই ফ্যাশন ইভেন্ট৷

ফ্যাশন ডিজাইনার হতে চাওয়া ১৯ জন অভিবাসীর ছয় মাসের একটি কোর্স শেষ হলো গত শনিবার৷ তার সমাপনী আয়োজন ছিল জমজমাট৷ ইটালির ‘রিফিউজিস লাইভ ফ্যাশন শো’-তে অংশ নিয়েছেন বাংলাদেশি নারী ফিরদৌসী বেগম৷ হিজাব পরে মঞ্চে হেঁটেছেন এই ফ্যাশন ডিজাইনার৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
২৬ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

‘ভ্যাকসিন পাসপোর্ট’ আইনের অনুমোদন দিল ফ্রান্স

২০২৩ সালের জন্যে লন্ডন বিশ্বের সেরা শহর মনোনীত

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর পেট্রোলের দাম এই প্রথম দেড় পাউন্ডের নিচে