6.8 C
London
April 29, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

ইতালিতে সাগর পেরিয়ে ১২ হাজারেরও বেশি বাংলাদেশি

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় এক লাখ ৫৩ হাজার অভিবাসী৷ সমুদ্র পথে আসা অভিবাসীদের শীর্ষ দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে আছেন বাংলাদেশিরা।

সমুদ্রপথে চলতি বছরের অভিবাসী আগমনের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

সম্প্রতি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বছরের শুরু থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ইতালির উপকূলে এসে পৌঁছেছেন এক লাখ ৫২ হাজার ৮৮২ জন অভিবাসী, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬২ শতাংশ বেশি৷

২০২২ সালে মোট ৯৫ হাজার ৭৫৮ জন অভিবাসনপ্রত্যাশী ইতালিতে এসেছিলেন৷ অপরদিকে, ২০২১ সালে ভূমধ্যসাগর পার হয়ে এসেছিলেন ৬৩ হাজার ৬২ জন৷

মন্ত্রণালয়ের পরিসংখ্যানে অভিবাসীদের শীর্ষ ১০ দেশের তালিকাও প্রকাশ করা হয়েছে৷ যাদের মধ্যে প্রথম স্থানে আছেন আফ্রিকার দেশ গিনি থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা৷ দেশটি থেকে চলতি বছর ইতালিতে আসা অভিবাসীর সংখ্যা ১৮ হাজার ১৬৪ জন৷

তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ তিউনেশিয়া৷ প্রেসিডেন্ট কাইস সাইদের কর্তৃত্ববাদী শাসন ও দারিদ্রতা থেকে পালিয়ে ইটালিতে এসেছেন ১৭ হাজার ৭৩ জন অভিবাসী৷

আফ্রিকার আরেক দেশ আইভরি কোস্ট আছে তৃতীয় নম্বরে৷ দেশটির ১৫ হাজার ৯৭২ জন নাগরিক এ বছর ইটালির বিভিন্ন উপকূলে সমুদ্র পাড়ি দিয়ে এসেছেন৷

বছরের শুরু থেকে অন্যান্য দেশের সাথে বাংলাদেশিরাও ছিলেন আলোচনায়৷ লিবিয়া থেকে অনেক বাংলাদেশি ইটালির পথে যাত্রা করেন৷ এরই ধারাবাহিকতায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশিরা৷ মোট ১২ হাজার ১০০ জন বাংলাদেশি ভূমধ্যসাগরের বিপদ সংকুল পথ পেরিয়ে ইটালিতে আসতে সক্ষম হন৷

তালিকার পাঁচ নম্বরে আছে মধ্যপ্রাচ্যের সংঘাতময় দেশ সিরিয়া৷ এছাড়া ছয় নম্বরে আছে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো৷ দেশটিতে এ বছর সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে৷

দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান আছে সাত নম্বরে৷ ২০২৩ সালে মোট সাত হাজার ৫৬৫ জন পাকিস্তানি নাগরিক ইটালিতে এসেছেন৷ এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন৷

শীর্ষ ১০ দেশের তালিকার বাকি দুই দেশ আফ্রিকার দেশ মালি ও সুদান। এছাড়া তালিকার বাইরে ৪১ হাজার ৪৬৮ জন অভিবাসী অন্যান্য দেশগুলো থেকে চলতি বছর ইতালিতে এসেছেন৷

এম.কে
০৪ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

করোনায় বাহরাইনে ৭০ বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ হতে আসা আশ্রয় আবেদনকারীরা কানাডায় বাসে ঘুমাচ্ছেন

বাংলাদেশীদের জন্য ইউরোপের যে ৬ দেশে সহজেই মিলছে ওয়ার্ক পার্মিট ভিসা