ইতালির ত্রেন্তিনো প্রদেশের ৩২টি জনশূন্য গ্রামে স্থায়ীভাবে বসতি গড়তে আগ্রহীদের জন্য স্থানীয় সরকার ১ লাখ ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে। বাড়ি সংস্কার এবং বসবাসের শর্তে এই সহায়তা দেওয়া হবে। এ পর্যন্ত ২৯১টি আবেদন জমা পড়েছে। পরবর্তী আবেদনের সুযোগ থাকছে ৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
জনসংখ্যা হ্রাস পাওয়া যে গ্রামগুলো এই প্রকল্পের আওতায় রয়েছে তার মধ্যে রয়েছে: ভেরমিলিও, আলতাভাল্লে, ব্লেজিও সুপেরিওরে, বন্ডোনে, কানাল সান বোভো, লুসেরনা, রাবি এবং সাগ্রোন মিস। তবে পালু দেল ফেরসিনা এরই মধ্যে PNRR তহবিল পাওয়ায় তালিকা থেকে বাদ পড়েছে।
আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্যক্তি পর্যায়ের নাগরিকরা, যারা ইতালি বা দেশের বাইরে অবস্থান করছেন। সম্পত্তির মালিক হতে হবে অথবা ছয় মাসের মধ্যে মালিক হওয়ার পরিকল্পনা থাকতে হবে। ৪৫ বছরের নিচে হলে অগ্রাধিকার পাবেন। বাসাটি প্রধান আবাসন হিসেবে ব্যবহার করতে হবে অথবা ১০ বছর ধরে ন্যায্য ভাড়ায় ভাড়া দিতে হবে।
এই প্রকল্পে সংস্কার খরচের ৩৫-৪০ শতাংশ পর্যন্ত অর্থ সহায়তা পাওয়া যাবে, সর্বোচ্চ ২ লাখ ইউরো এবং ন্যূনতম ১০ হাজার ইউরো পর্যন্ত। কেউ যদি সম্পত্তি কিনে নেন, তাহলে অতিরিক্ত ২০ শতাংশ বা সর্বোচ্চ ২০ হাজার ইউরো পর্যন্ত দেওয়া হবে। সব মিলিয়ে সর্বোচ্চ ১ লাখ ইউরো পর্যন্ত সহায়তা মিলবে।
সহায়তার আওতায় অভ্যন্তরীণ সংস্কার যেমন ছাদ, দেয়াল, প্লাম্বিং, বিদ্যুৎ ব্যবস্থা এবং বাহ্যিক অংশে ছাদ, সিঁড়ি, বালকনি ও বেড়া সংস্কারের খরচ অন্তর্ভুক্ত থাকবে।
আবেদন জমা দিতে হবে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে। আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়: risparmiocentristorici@
ত্রেন্তিনোর পার্বত্য অঞ্চলে ক্রমাগত জনসংখ্যা হ্রাস ও অর্থনৈতিক স্থবিরতা মোকাবিলায় এই প্রকল্প গ্রহণ করেছে স্থানীয় সরকার। ইতোমধ্যেই এডিনবরা ও ব্রাসেলস থেকে কিছু প্রবাসী ফিরে এসে আগ্রহ প্রকাশ করেছেন এই সুযোগ কাজে লাগানোর।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৫ জুলাই ২০২৫