তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান তার তামাকবিরোধী অভিযানের নতুন লক্ষ্য বানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। মিসরে গাজা যুদ্ধবিরতি নিয়ে অনুষ্ঠিত শান্তি সম্মেলনের ফাঁকে মেলোনির সঙ্গে সংক্ষিপ্ত এক কথোপকথনে তিনি হাস্যরসের ভঙ্গিতে বলেন, “তোমাকে বিমান থেকে নামতে দেখেছি, তোমাকে দারুণ লাগছে। কিন্তু তোমার ধূমপান বন্ধ করতে আমার কাজ করতে হবে।”
লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা ও নাগরিক সাংবাদিক মারিও নওফাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (আগের টুইটার) এই ভিডিওটি পোস্ট করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এরদোয়ানের কথার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ হেসে বলেন, “এটা সম্ভব নয়!” আর মেলোনি হেসে উত্তর দেন, “আমি জানি, আমি জানি। আমি কাউকে হত্যা করতে চাই না।”
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি নিজেই এক সাক্ষাৎকারভিত্তিক বইয়ে জানিয়েছিলেন, তিনি একসময় ১৩ বছর ধূমপান থেকে বিরত ছিলেন। কিন্তু পরবর্তীতে আবার ধূমপান শুরু করেন। তার মতে, ধূমপান নাকি অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছে—বিশেষ করে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ক্ষেত্রে।
অন্যদিকে, প্রেসিডেন্ট এরদোয়ান দীর্ঘদিন ধরে তামাকবিরোধী প্রচার চালিয়ে আসছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তুরস্ককে ধূমপানমুক্ত দেশে রূপান্তর করবেন। এ লক্ষ্যে তার সরকার ২০২৪–২০২৮ মেয়াদের “ধূমপানমুক্ত তুরস্ক কর্মপরিকল্পনা” হাতে নিয়েছে, যার আওতায় তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধি, ধূমপান ত্যাগে সহায়তা এবং তরুণদের তামাক আসক্তি থেকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তুরস্কে এরদোয়ানের এই প্রচেষ্টা ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। তিনি বিভিন্ন সময় জনসমক্ষে ধূমপায়ীদের সিগারেটের প্যাকেট হাত থেকে নিয়ে ধূমপান ত্যাগে উদ্বুদ্ধ করেছেন। এবার একই প্রচেষ্টা আন্তর্জাতিক মঞ্চেও ছড়িয়ে পড়ায় বিশ্বনেতাদের মধ্যেও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১৫ অক্টোবর ২০২৫