ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সরকার ইসরায়েলের চেয়েও দেশের জনগণকে বেশি ভয় পায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১২ নভেম্বর) ইরানিদের কাছে সরাসরি বার্তায় এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এই খবর জানিয়েছে।
একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন,আর ‘তাই আপনাদের আশাকে চূর্ণ-বিচূর্ণ করতে ও আপনাদের স্বপ্নগুলোকে আটকাতে এতো সময় ও অর্থ ব্যয় করে।’
ইরানে নারী অধিকার আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি, আপনাদের স্বপ্নগুলোকে মরতে দিয়েন না। বাতাসে আমি নারী, জীবন, স্বাধীনতার আওয়াজ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, জান, জেন্দেগি, আজাদি।’
নেতানিয়াহু বলেন, ‘আশা হারাবেন না। জেনে রাখুন, ইসরায়েল ও মুক্ত বিশ্বের অন্যান্যরা আপনাদের পাশে দাঁড়িয়েছে।’
ওই ভিডিও বার্তায় তিনি ইসরায়েলের উপর ইরানের ১ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, এতে ‘আপনাদের মূল্যবান অর্থ’, প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তবে ইসরায়েলের কিন্তু সামান্যই ক্ষতি হয়েছে।
ওই হামলার পর ২৬ অক্টোবর ইরানের উপর পাল্টা হামলা করে ইসরায়েল।
এর আগেও, নেতানিয়াহু ইরানি জনগণের পাশাপাশি গাজা ও লেবাননের বেসামরিকদের উদ্দেশেও সরাসরি বার্তা দিয়েছেন।
তিনি বলেছিলেন, দেশটি স্বাধীন হলে ইরানের জীবন অন্যরকম হতে পারে এবং সেই তহবিল যুদ্ধের পরিবর্তে শিক্ষা, রাস্তা, পানি ও হাসপাতালের উন্নয়নে ব্যবহার করা যেতে পারে।
নেতানিয়াহু বলেন, ‘তবে খামেনির সরকার আপনাদের প্রতিদিনই অস্বীকার করে। তারা ইরানকে গড়ে তোলার পরিবর্তে ইসরায়েলকে ধ্বংস করার উন্মাদনা পোষণ করে।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমি জানি আপনি এই যুদ্ধ চান না। আমিও এই যুদ্ধ চাই না। ইসরায়েলের জনগণ এই যুদ্ধ চায় না।’
সূত্রঃ রয়টার্স
এম.কে
১৩ নভেম্বর ২০২৪