25.4 C
London
August 9, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইলেকট্রিক বাইক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, যুক্তরাজ্যে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি

যুক্তরাজ্যে নর্থাম্ব্রিয়ার বেডলিংটনে একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাত্র ১৯ বছর বয়সী এক তরুণ। কালো ও লাল রঙের ই-বাইক চালানোর সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। ঘটনাটি ঘটে গতকাল বিকেল ৩টার দিকে মুরল্যান্ড অ্যাভিনিউয়ের কাছে।

 

দুর্ঘটনার পর জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে সব চেষ্টা সত্ত্বেও তিনি অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন। ইতোমধ্যে নিহতের পরিবারকে খবর জানানো হয়েছে এবং বিশেষায়িত দল তাদের সহায়তা করছে।

ঘটনার পর দুর্ঘটনা তদন্তকারীরা প্রত্যক্ষদর্শীদের এগিয়ে এসে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। নর্থাম্ব্রিয়া পুলিশের সড়ক ইউনিটের সার্জেন্ট ক্রিস্টোফার হেরন বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। আমাদের চিন্তা-ভাবনা নিহত যুবকের পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে। আমরা যেকোনো সহায়তা অব্যাহত রাখব।”

সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে শোক প্রকাশ করেছেন অনেকে। এক পরিবারের বন্ধু বলেন, “সে ছিল অসাধারণ একজন ছেলে। তার মৃত্যু হৃদয়বিদারক, এবং সে একটি সুন্দর পরিবার রেখে গেছে।”

এক প্রত্যক্ষদর্শী চালক বলেন, “আমি ঘটনাস্থল অতিক্রম করছিলাম। কয়েক সেকেন্ড আগে দুর্ঘটনা ঘটে এবং আমি দুইজন মানুষকে আতঙ্কিতভাবে ছুটোছুটি করতে দেখেছি।” অন্য এক ব্যক্তি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক। তার পুরো জীবন সামনে ছিল। তার পরিবারকে নিয়ে আমি গভীরভাবে শোকাহত।”

এই মর্মান্তিক মৃত্যু আবারও যুক্তরাজ্যের সড়ক নিরাপত্তা ও ইলেকট্রিক বাইকের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে।

সূত্রঃ মেট্রো

এম.কে
২৭ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে মাংকিপক্সের কেস দ্বিগুণ, ইউরোপ জুড়ে সতর্কতা

ব্রিটিশ রাজপরিবারের ১৮৭ মিলিয়ন পাউন্ড সম্পদের গোপন উইল!

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নেতৃত্ব নিয়ে নতুন উদ্বেগ