5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরাইলি গণহত্যা, বিশ্ববাসীর নীরব থাকা উচিত হচ্ছে নাঃ লুলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল সম্প্রতি যে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার কঠোর নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি বলেছেন, ফিলিস্তিনের জনগণ যখন সীমাহীন দুর্ভোগ ও নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছে, সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত হচ্ছে না।

এক বিবৃতিতে লুলা ডি সিলভা বলেন, সম্প্রতি ইসরাইলের সামরিক বাহিনী গাজার খান ইউনুস শহরের আল-মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে, তা গ্রহণযোগ্য হতে পারে না। সোমবার সকালে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। তবে এটা খুবই ভয়াবহ বিষয় যে, ইসরাইল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দিচ্ছে। লুলা ডি সিলভা বলেন, গাজার বহু এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে এখন সেইসব এলাকায়ও হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইলি সরকার। গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযজ্ঞের ব্যাপারে চুপ থাকতে পারি না। এর আগে গত ফেব্রুয়ারিতে লুলা ডি সিলভা সুস্পষ্ট করে বলেছিলেন, গাজায় ইসরাইল সরকার যা করছে, তা কোনো যুদ্ধ নয়, এটা সরাসরি গণহত্যা।

এছাড়া চলতি বছর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের ৩৭তম শিক্ষক সম্মেলনে ডি সিলভা গাজার ঘটনাবলীকে ইসরাইলের গণহত্যা বলে উল্লেখ করেছিলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরাইল থেকে তার দেশের রাষ্ট্রদূতও প্রত্যাহার করেছেন।

সূত্রঃ মেহের নিউজ

এম.কে
১৬ জুলাই ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো

নিউজ ডেস্ক

বাইডেনের ৯০ মিলিয়ন ডলারের অনুদান আটকে দিলেন দাতারা

রুশ নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ