13.9 C
London
November 30, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরাইলের উপর নিষেধাজ্ঞার দাবি ৬০ ব্রিটিশ এমপি’র

ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখেছেন দেশটির ৬০ জনেরও বেশি এমপি। তারা ইসরাইলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (২৭ নভেম্বর) রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বারগন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। এতে সই করেন প্রাক্তন লেবার পার্টির নেতা জেরেমি করবিন, গ্রিন পার্টির সহনেতা কার্লা ডেনিয়ারসহ লেবার, লিবারেল ডেমোক্র্যাট, প্লেড কেমরি, ও স্কটিশ ন্যাশনাল পার্টির বেশ কয়েকজন এমপি।

চিঠিতে উল্লেখ করা হয়, গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত (আইসিজে) একটি মতামত প্রকাশ করে জানায়, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত। বিশ্বের সকল রাষ্ট্রের উচিৎ ইসরাইলের এই অবৈধ দখলদারিত্বকে বৈধ বলে স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে কোনো সহায়তা না করা।’

চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে হবে, ইসরাইলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে এবং ইসরাইলে অস্ত্র রফতানি স্থগিত করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আইসিজে-এর মতামত অনুযায়ী, যুক্তরাজ্যের উচিত আন্তর্জাতিক আইন রক্ষায় এগিয়ে আসা।’

ব্রিটিশ সংসদেও কয়েকজন এমপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমপি রিচার্ড বারগন বলেছেন, ‘আমরা ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনুমতি দিতে পারি না। আমাদের সরকারকে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে, যুদ্ধাপরাধ ও আইন লঙ্ঘনের পরিণতি সবাইকে ভোগ করতে হবে।’

আরেক এমপি ইমরান হুসাইন বলেন, ‘ইসরাইলের যুদ্ধাপরাধ এবং অবৈধ দখলদারিত্ব বন্ধে এই নিষেধাজ্ঞাগুলো প্রয়োজনীয়। আমাদের সরকারকে আন্তর্জাতিক আইন সমর্থন করার জন্য পদক্ষেপ নিতে হবে।’

সূত্রঃ আল জাজিরা

এম.কে
৩০ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বছরে ৩ লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করবে স্পেন

মণিপুরে বড়োসড়ো হামলার শঙ্কা

মণিপুরে ভয়াবহ বন্দুকযুদ্ধ, নিহত অন্তত ১৩