ইসরায়েলকে লক্ষ্য করে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান। ইরানি মিডিয়ায় দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে।
স্কাই নিউজের লাইভ প্রতিবেদন বলছে, এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন বাহিনী নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলে হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’ও ইরানি হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
০২ অক্টোবর ২০২৪