15.5 C
London
October 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইসরায়েলি গণহত্যা সমর্থনের দায়ে ম্যানেজারকে বরখাস্ত করলেন যুক্তরাজ্যের পপ তারকা

গাজায় ইসরায়েলের আগ্রাসনকে পরোক্ষভাবে সমর্থনের অভিযোগে নিজের দীর্ঘদিনের ম্যানেজার ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ-আলবেনীয় পপ তারকা দুয়া লিপা। লেভি সম্প্রতি গ্ল্যাস্টনবারি ফেস্টিভালে ফিলিস্তিনপন্থি আইরিশ ব্যান্ড নিক্যাপকে নিষিদ্ধ করার আহ্বান জানানো চিঠিতে সই করেছিলেন, যা প্রকাশ্যে আসার পর তীব্র বিতর্ক সৃষ্টি হয়।

চিঠিটি গ্ল্যাস্টনবারির প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো হয়েছিল। এতে বলা হয়, নিক্যাপকে গান পরিবেশ করতে দেওয়া উচিত নয়। তবে জনমত ও শিল্পীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কোনো বাধা ছাড়াই ব্যান্ডটি পরিবেশনায় অংশ নেয়। ওই চিঠিতে ডেভিড লেভির নাম প্রধান স্বাক্ষরকারীদের মধ্যে ছিল।

লেভি ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির কর্মী এবং দুয়া লিপার প্রধান এজেন্ট হিসেবে কাজ করতেন। ডেইলি মেইলের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, দুয়া লিপা ফিলিস্তিনপন্থি অবস্থানে দৃঢ় এবং ম্যানেজারের ইসরায়েলপন্থি দৃষ্টিভঙ্গির কারণে দুজনের মধ্যে অমিল তৈরি হয়। ফলে তাকে বিদায় করার সিদ্ধান্ত নেন গায়িকা।

 

নিক্যাপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা হামাস ও হিজবুল্লাহকে সমর্থন করে, যদিও ব্যান্ডটি এই অভিযোগ অস্বীকার করেছে। দলের অন্যতম সদস্য মো শারার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাজ্যে মামলা চলছে, যা এখনো নিষ্পত্তি হয়নি।

এর আগে বহুবার প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন দুয়া লিপা। ২০২০ সালে তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে সমালোচনা করে লেখা একটি পোস্ট রিপোস্ট করেন। ২০২১ সালে গাজায় যুদ্ধবিরতি চালুর দাবিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো খোলা চিঠিতে সই দেন। তখন তাঁর বিরুদ্ধে “ইহুদিবিদ্বেষের” অভিযোগ উঠলেও তিনি সেটি অস্বীকার করে জানান, ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে তিনি গাজায় যুদ্ধবিরতি চালুর আহ্বান জানান এবং গাজাবাসীদের মানবিক সংকট মোকাবিলার জন্য বিশ্বকে দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন। ২০২৪ সালে আরেকটি খোলা চিঠিতে সই করে সহিংসতা বন্ধের আহ্বান জানান। একই সময়ে তিনি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে গাজায় আইডিএফের অভিযানে ইসরায়েলকে “গণহত্যাকারী” বলে আখ্যা দেন।

দুয়া লিপার সক্রিয় সমর্থন শুধু বিবৃতিতেই সীমাবদ্ধ নয়। ২০২৪ সালের গ্ল্যাস্টনবারি ফেস্টিভালে তিনি ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে মঞ্চে ওঠেন। ২০২৫ সালে কসোভোর সানি হিল ফেস্টিভালে গান গাওয়ার সময় দর্শকদের সামনে প্রদর্শন করেন “ফিলিস্তিন মুক্ত কর” লেখা।

লন্ডনে ১৯৯৫ সালে জন্ম নেওয়া দুয়া লিপা ব্রিটেন ও আলবেনিয়ার দ্বৈত নাগরিক। তার তিনটি অ্যালবামের বিক্রি আড়াই কোটি ছাড়িয়েছে এবং তার সম্পদের পরিমাণ আনুমানিক ১১৫ থেকে ১৩০ মিলিয়ন ডলার। কেবল সংগীতেই নয়, সাম্প্রতিক সিদ্ধান্তে তিনি দেখালেন—মানবিক সংকটের প্রশ্নে আপস করতে রাজি নন।

সূত্রঃ এএফপি

এম.কে
২৫ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

গাজা নিয়ে ফের উত্তপ্ত লন্ডনের রাজপথ

নিউজ ডেস্ক

ভিড় বেড়েছে লন্ডনের প্রপার্টি মার্কেটে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারে ধীরগতি