12.1 C
London
October 9, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

“ইসরায়েলের আর থাকা উচিত নয়”—নিজেই ইহুদি হয়েও নোম চমস্কির তীব্র মন্তব্য

বিশ্বখ্যাত বুদ্ধিজীবী ও ভাষাতত্ত্ববিদ নোম চমস্কি ইসরায়েলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “ইসরায়েল আর থাকা উচিত নয়, আমি নিজেই একজন ইহুদি হয়ে এই কথাই বলছি।” তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে।

চমস্কি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন প্রশ্নে ইসরায়েলি নীতির কঠোর সমালোচক। তিনি মনে করেন, রাষ্ট্র হিসেবে ইসরায়েলের কর্মকাণ্ড শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বশান্তির জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিক দমন-পীড়ন ও দখলনীতি মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।

বিগত কয়েক দশক ধরে নোম চমস্কি আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তবে এবার সরাসরি ইসরায়েলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলা তার মন্তব্যকে আরও বিস্ফোরক করে তুলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিষয়টি ইতোমধ্যেই ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

চমস্কির এই মন্তব্য ইসরায়েলি প্রশাসন ও তাদের মিত্রদের জন্যও বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইসরায়েলের সমালোচকরা চমস্কির বক্তব্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। অন্যদিকে, সমর্থকরা এটিকে “চরমপন্থি মতামত” বলে আখ্যা দিচ্ছেন। তবে এটুকু নিশ্চিত, বিশ্ববুদ্ধিজীবী সমাজে এই বক্তব্য নতুন করে ইসরায়েল প্রশ্নকে সামনে এনে দিয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৬ আগস্ট ২০২৫

আরো পড়ুন

গাজায় যুদ্ধ বন্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ, লন্ডনে গ্রেপ্তার ৫০০

৯২ বছর বয়সে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক

টিকার জরুরি অনুমোদন পেতে আবেদন করেছে ফাইজার