ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ তুলে দেশটির কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি, যা বাস্তবায়িত হলে আয়ারল্যান্ড হবে ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ, যারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। মিডল ইস্ট আই এর বরাত দিয়ে জানানো হয়েছে, আয়ারল্যান্ডের সরকার এক নতুন বিল পাস করতে যাচ্ছে, যা দখলদার ইসরায়েলের ইহুদিবাদী কোম্পানিগুলোর সঙ্গে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ করবে।
আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী সাইমন হ্যারিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এ দেওয়া এক পোস্টে বলেন, ‘গাজার পরিস্থিতি মেনে নেওয়া যায় না। খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা, শিশুদের অনাহারে রাখা এ সবই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ।’ হ্যারিস একটি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘বিশ্ব আজ নীরব। কিন্তু নীরবতা কোনো বিকল্প নয়। এখনই ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ তিনি জানান, বিলটি নিয়ে আলোচনা শুরু হবে আসছে জুন মাসেই। আশা করা হচ্ছে, আয়ারল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করবে।
হ্যারিস আরও বলেন, ‘আয়ারল্যান্ডের বহু ত্রাণবাহী ট্রাক গত ৮০ দিনেরও বেশি সময় ধরে ইসরায়েলি অবরোধের কারণে আটকে আছে। এটা অগ্রহণযোগ্য। স্বাভাবিকভাবে যেসব দেশের সঙ্গে মানবতা লঙ্ঘন করা হচ্ছে, তাদের সঙ্গে বাণিজ্য করা সম্ভব নয়।’
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশই ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনার পক্ষে মত দিলেও, আয়ারল্যান্ড তাদের মধ্যে প্রথম, যারা সরাসরি বাণিজ্য স্থগিত করার পথে এগোচ্ছে।
সূত্রঃ মিডল ইস্ট আই
এম.কে
২৮ মে ২০২৫