19.9 C
London
July 9, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের সরানোর সুযোগ নেইঃ মার্কিন দূতাবাস

ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, মার্কিন দূতাবাস এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয়।

এছাড়াও, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ নিজ বাসভবনের আশপাশেই অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে আজ মঙ্গলবার দূতাবাসটি বন্ধ থাকবে।
অন্যদিকে, ইসরায়েল-ইরানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনা দূতাবাস দেশটিতে থাকা তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব জর্ডানের স্থল সীমান্ত দিয়ে ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে।

সূত্রঃ মার্কিন দূতাবাস ওয়েবসাইট

এম.কে
১৮ জুন ২০২৫

আরো পড়ুন

কাতারের ঘুষ কেলেঙ্কারিই কি নেতানিয়াহুকে ডোবাবে

মার্কিন নিষেধাজ্ঞা আইসিসির স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছেঃ ইইউ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা গুরুত্বপূর্ণ পদক্ষেপঃ হামাস

নিউজ ডেস্ক