19.3 C
London
July 29, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলে ফের মিসাইল ছুড়লো ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে টানা দ্বিতীয়দিনের মতো মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সব ইসরায়েলিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভি নতুন মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ইসরায়েলের দিকে যাচ্ছে মিসাইল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেলআবিব শহর থেকে ধারণ করা সরাসরি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবের আকাশে কয়েক ডজন মিসাইল এসে পৌঁছেছে। দখলদারদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করেছে।

এছাড়া জর্ডানের রাজধানী আম্মানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইরান যেসব মিসাইল ছুড়েছে তার কিছু তারা ভূপাতিত করেছে বা করার চেষ্টা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের নতুন করে ছোড়া মিসাইল আঘাত হেনেছে হাইফা অঞ্চলে। সেখানে এখন মিসাইল ভূপাতিত করার চেষ্টা চলছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কয়েক ডজন মিসাইল হায়ফার দিকে নেমে আসছে। ওই সময় সেগুলো ভূপাতিত করার চেষ্টা করতে দেখা যায়। তা সত্ত্বেও কিছু মিসাইল হায়ফাতে সরাসরি আঘাত হেনেছে বলে ভিডিও দেখে বোঝা যাচ্ছে। ইসরায়েল এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো কিছু জানায়নি।

সূত্রঃ আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এম.কে
১৫ জুন ২০২৫

আরো পড়ুন

হৃদরোগের ঝুঁকি আছে কিনা ১০ বছর আগেই জানাবে এআই

কৃত্রিম মিষ্টিকে ক্যান্সারজনক ঘোষণা করলেও সমস্যা হবে না কোকাকোলার

নিউজ ডেস্ক

ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত পাল্টাপাল্টি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র!