6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েল বা হামাস নয়, ফিলিস্তিনিরাই নিয়ন্ত্রণ করবে গাজা: জোসেপ বোরেল

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত থেমে যাওয়ার পর একটি শক্তিশালী ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনেই গাজায় বসবাস চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। কয়েক দশক ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি রাজনৈতিক সমাধানকে পুনরুজ্জীবিত করার প্রয়াশে আজ শুক্রবার এই অঞ্চলটিতে সফর করেছেন বোরেল।

রামাল্লায় ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একটি যৌথ সংবাদ বিবৃতিতে বোরেল বলেন, ‘গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ, স্থানান্তর কিংবা ইসরায়েল দ্বারা অধিগ্রহণ বা হামাসের নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না গাজা।’

এ সময় গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানান ইইউ-এর শীর্ষ কূটনীতিক। এ বিষয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে তিনি বলেন, ‘সম্ভবত আপনার আন্তর্জাতিক মহলের সমর্থন প্রয়োজন হবে। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় ফিরে যেতে হবে।’

মধ্যপ্রাচ্যে চার দিনের সফরের শুরুতে গত বৃহস্পতিবার ইসরায়েলে অবতরণ করেন স্প্যানিশ রাজনীতিবিদ বোরেল। এই সফরে ফিলিস্তিনি অঞ্চল ছাড়াও বাহরাইন, সৌদি আরব, কাতার এবং জর্ডানে পা রাখবেন তিনি।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের সঙ্গে জোর দিয়ে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের আমাদের ভূখণ্ডেই রাখতে হবে।’

চলমান সংঘাতে গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের ৬৫ শতাংশই উদ্বাস্তু হয়ে পড়েছে জানিয়ে সেখানে খাদ্য, জ্বালানি ও আশ্রয় দেওয়ার জন্য ইইউ-এর প্রতি অবিলম্বে যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার আহ্বান জানান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী।

এম.কে
১৮ নভেম্বর ২০২৩

 

আরো পড়ুন

আমেরিকায় কঠিন হতে যাচ্ছে নাগরিকত্ব পরীক্ষা

যুক্তরাষ্ট্র ও ভারতকে সতর্কবার্তা, বাংলাদেশে চীনের নৌঘাঁটি উদ্বেগ বাড়াচ্ছে

ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস