TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইস্ট লন্ডনে লেবারের জন্য বড় ধাক্কা, তিন কাউন্সিলরের একসাথে পদত্যাগ

ইস্ট লন্ডনের বার্কিং ও ডাগেনহ্যাম কাউন্সিল থেকে একসাথে তিনজন কাউন্সিলরের পদত্যাগ লেবার পার্টির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রাক্তন মেয়র ফারুক চৌধুরি, কাউন্সিলর মঈন কাদেরী ও কাউন্সিলর ভিক্টোরিয়া হর্ণবে লেবার পার্টি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগের কারণ হিসেবে তারা লেবার পার্টির বর্তমান অবস্থান ও নীতিকে দায়ী করেছেন। বিশেষ করে গাজা ইস্যুতে দুর্বল অবস্থান, কঠোর অভিবাসন নীতি, ওয়েলফেয়ার কাট এবং স্থানীয় পরিষেবার ক্ষতিকে তারা প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি স্থানীয় ও জাতীয় নেতৃত্বের প্রতি আস্থাহীনতার কথাও জানিয়েছেন ফারুক চৌধুরি ও মঈন কাদেরী।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পদত্যাগ লেবার পার্টির জন্য শুধু সাংগঠনিক ক্ষতিই নয়, বরং আসন্ন নির্বাচনে স্থানীয় ভোটব্যাংকে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইস্ট লন্ডনের বাংলাদেশি ও অভিবাসী ভোটারদের মধ্যে এ সিদ্ধান্ত ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহল বলছে, লেবার পার্টির প্রতি হতাশা এবং নেতৃত্বের প্রতি অনাস্থা নতুন কোনো রাজনৈতিক ধারা তৈরির পথও খুলে দিতে পারে। আগামী দিনগুলোতে পদত্যাগী কাউন্সিলররা স্বাধীনভাবে রাজনীতি করবেন, নাকি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন—সে দিকেও সবার নজর থাকবে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ‘মুদ্রাস্ফীতির’ আশঙ্কাঃ ব্যাংক অব ইংল্যান্ডের মূল্যবৃদ্ধির সতর্কবার্তা

যুক্তরাজ্যে এপিং ফরেস্টে অভিবাসী হোটেল বন্ধে হাইকোর্টের রায়

লন্ডনে পাকিস্তান দূতাবাস ভাঙচুর

অনলাইন ডেস্ক