1.4 C
London
November 22, 2024
TV3 BANGLA
ইউরোপ

উড়োজাহাজের সিটে মলত্যাগ, অতপর গ্রেফতার

মাঝ আকাশে উড়োজাহাজের সিটে মলত্যাগ করলেন এক যাত্রী, সঙ্গে ধূমপানও করেছেন। উড়োজাহাজ অবতরণের সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ভারতের মুম্বাই বিমাবন্দরে ঘটেছে এই ঘটননা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই ব্যক্তি ফ্রান্সের নাগরিক। তার নাম গ্যতিয়ের অঁরি ব্রৌ। ঘটনাটি ঘটেছে প্যারিস থেকে মুম্বাই আসার উড়োজাহাজে।

বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর গেট ঘিরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। তারপর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।

নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী জানিয়েছেন, ‘ কেবিন ক্র আমাদের আগেই জানিয়েছিলেন যে স্রেফ ধূমপান নয়, উড়োজাহাজ মাঝ আকাশে থাকাকালীন সিটে মলত্যাগও করেছেন ওই যাত্রী। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়ার পর আমরা থানায় নিয়ে যাই।’

তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিত জানানো হয়নি। ওই ব্যক্তি মানসিক বা শারীরিকভাবে অসুস্থ কি না তাও জানা যায়নি।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
১৪ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়ের আবেদন কমেছে ১৭ শতাংশ

যুক্তরাজ্য থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করল নেদারল্যান্ডস

অস্ট্রিয়ায় টিকা না নেওয়াদের জন্য ‘লকডাউন’, ঝুঁকিতে ইউরোপ

অনলাইন ডেস্ক