আগেই প্রকাশ পেয়েছিল এবারের ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার শঙ্কা। খালিস্তান আন্দোলনের নেতা শিখ হরদীপ সিং নিজ্জরের হত্যার বদলা নিতে বিশ্বকাপের আসরে হামলার হুমকি দিয়েছিল ভারতে নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস। বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারের আসরে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান।
সর্বশেষ ২০১১ সালে এই উপমহাদেশ বিশ্বকাপ আয়োজন করেছিল। যার জমকালো উদ্বোধন হয়েছিল ঢাকায়। এবার অবশ্য তেমন কিছু হচ্ছে না। তবে বুধবার(৪ সেপ্টেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছে ‘ক্যাপ্টেন্স ডে’ নামের পোশাকি ইভেন্ট।
দশ দলের অধিনায়ক আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স ও ছবি তোলার আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। একই মাঠে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ।
উল্লেখ্য, কানাডার নাগরিক ও খালিস্তান আন্দোলনের নেতা শিখ হরদীপ সিং নিজ্জরের হত্যার বদলা নিতে বিশ্বকাপের আসরে হামলার হুমকি দিয়েছিল ভারতে নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)। ওই সংগঠনের নেতা গুরপতবন্ত পান্নু এক অডিও বার্তায় বলেন, “৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে না, শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।”
শিখ নেতার এই হুমকির কারণেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হল কিনা তা নিশ্চিত করেনি বিসিসিআই।
এম.কে
০৫ অক্টোবর ২০২৩