5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এই বছরে ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে আসতে পারেন ৫৬ হাজার আশ্রয়প্রার্থী

চলতি বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অন্তত ৫৬ হাজার আশ্রয়প্রার্থী যুক্তরাজ্যে আসতে পারেন৷ ২০২২ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেশি৷ আদালতে উপস্থাপন করা যুক্তরাজ্য সরকারের এক নথিতে এমন আভাস দেয়া হয়েছে৷

এতে উল্লেখ করা হয়েছে, ৫৬ হাজার অভিবাসী পৌঁছালে, এক লাখ ৪০ হাজার আশ্রয়প্রার্থীর বাসস্থানের প্রয়োজন হবে যুক্তরাজ্যে৷

২০২২ সালে ছোটো নৌকা নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটির দক্ষিণ উপকূলে আসেন ৪৫ হাজার অভিবাসী৷ যা তার আগের দুই বছরের তুলনায় অন্তত দশ গুণ বেশি৷ ফলে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর ছোট নৌকায় আসা অভিবাসীদের ঠেকানোকে নিজের পাঁচটি অগ্রাধিকারের একটি বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক৷

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়, চলতি বছর এ পর্যন্ত চ্যানেল পাড়ি দিয়ে পাঁচ হাজারেরও বেশি অভিবাসী ব্রিটেনে পৌঁছান৷

লন্ডনের হাইকোর্টে বুধবার একটি মামলার অংশ হিসাবে সরকারের পক্ষ থেকে অভিবাসন বিষয়ক নথিটি দাখিল করা হয়৷ এতে বলা হয়েছে, চলতি বছরের মার্চ পর্যন্ত এক লাখ নয় হাজারেরও বেশি আশ্রয়প্রার্থীর আবাসনের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য৷ এদের মধ্যে ৪৮ হাজার আশ্রয়প্রার্থীকে রাখা হয়েছে হোটেলে৷ আবাসনের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতিদিন ৬২ লাখ পাউন্ড খরচ হচ্ছে বলেও উল্লেখ করা হয় নথিতে৷

 

 

 

 

এতে আরো বলা হয়েছে, ‘‘অভিবাসীর সংখ্যা আরো বাড়তে পারে৷ এ বছর ৫৬ হাজার অভিবাসী ছোটো নৌকা নিয়ে চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডের উপকূলে আসতে পারেন, এমন শঙ্কা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷’’

ফলে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী মানুষের সংখ্যা এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার পর্যন্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে৷

সম্প্রতি অভিবাসন ইস্যুটি ব্রিটিশ রাজনীতিতে অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে৷ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে গেল মার্চে ঋষি সুনাকের রক্ষণশীল সরকার একটি নতুন আইন ঘোষণা করেছে৷ এই আইনের মাধ্যমে, ছোট নৌকায় আসা অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় চাওয়ার অধিকার মিলবে না৷ তাদের নিজ দেশে ফেরত যেতে হবে অথবা অন্য কোনো নিরাপদ দেশে তাদের পাঠানো হবে৷

হাজার হাজার অভিবাসীকে চার হাজার মাইলেরও বেশি দূরের দেশ রুয়ান্ডায় স্থানান্তরে একটি চুক্তিতেও সম্মত হয়েছে ব্রিটেন৷ গত বছর রুয়ান্ডার সঙ্গে করা চুক্তিটি কতোটা আইন সম্মত তা খতিয়ে দেখা হচ্ছে আদালতে৷ ফলে, সেই চুক্তির আওতায় কোনো আশ্রয়প্রার্থীকে এখনও রুয়ান্ডায় পাঠাতে পারেনি যুক্তরাজ্য৷

 

 

 

 

 

আশ্রয়প্রার্থীদের নিজ দেশে না রেখে রুয়ান্ডায় পাঠানোর প্রক্রিয়াকে বেগবান করতে গেল মার্চে মধ্য আফ্রিকার দেশটিতে সফর করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ক আরো কিছু সমঝোতা স্মারকেও সই করেছে লন্ডন ও কিগালি।

এর মধ্যেই আশ্রয়প্রার্থীদের পরিত্যক্ত সামরিক ঘাঁটি ও ভাসমান নৌযান বা বার্জে রাখার বিষয়টিও অনেকটা চূড়ান্ত করে ফেলেছে সুনাক সরকার৷ দক্ষিণ ইংল্যান্ডের পোর্টল্যান্ড বন্দরে একটি ভাসমান বার্জ ‘বিবি স্টকহোম’-এ প্রায় ৫০০ পুরুষ অভিবাসীকে রাখতে চায় যুক্তরাজ্য। অবশ্য এমন সিদ্ধান্ত নিয়ে কোনো কোনো ক্ষেত্রে স্থানীয়দের বাধা ও অসন্তোষের মুখেও পড়েছে সরকার৷

লন্ডনের উত্তর-পূর্ব দিকের একটি বিমান ঘাঁটিকে আশ্রয়প্রার্থীদের আবাসন নির্মাণে ব্যবহার করতে দিতে চায় না বেনট্রি কাউন্সিল৷ সরকার যেন এমন কোনো উদ্যোগ নিতে না পারে, সেজন্য হাইকোর্টে গেছে কাউন্সিলটি৷

 

আরো পড়ুন

ইউরোপে আশ্রয় আবেদনের হিড়িক, এগিয়ে বাংলাদেশিরা

বাংলাদেশ থেকে ওমান প্রবেশে নিষেধাজ্ঞা

সীমান্তের বেড়া সরিয়ে নিচ্ছে স্লোভেনিয়ার নতুন সরকার!

অনলাইন ডেস্ক