বাসস্থান সংকট তীব্র হওয়ায় অবিবাহিত কিংবা সঙ্গীহীন অর্থাৎ একক পুরুষ আশ্রয়প্রার্থীদের আপাতত আশ্রয় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র বেলজিয়াম৷
এক ঘোষণায় মঙ্গলবার একক পুরুষদের আশ্রয় আবেদন সাময়িক স্থগিত করার সিদ্ধান্তটি জানিয়েছে দেশটির সরকার৷ শিশু ও পরিবারগুলোর আবাসন ব্যবস্থায় স্থান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
গেল বছর থেকে বেলজিয়ামে আশ্রয়প্রার্থীদের সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে৷ ফলে আশ্রয়প্রার্থীদের বাসস্থান যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশটির সরকার৷ তীব্র আবাসন সংকটে ভুগছে ব্রাসেলস কর্তৃপক্ষ৷
অস্থায়ী স্থগিতাদেশ ঘোষণা করে দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক সেক্রেটারি অফ স্টেট নিকোল ডি মুর বলেন, ‘‘সাম্প্রতিক দিনগুলিতে, শিশুসহ আশ্রয়প্রার্থী পরিবারের সংখ্যা বেড়ে গেছে৷’’
তিনি বলেন, ‘‘শীতকালে শিশুদের রাস্তায় থাকতে হবে, এ বিষয়টি আমরা এড়াতে চাই৷’’
দেশটির আশ্রয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিষ্ঠান ফেদাজিল এই স্থগিতাদেশ কতদিন বহাল রাখবে, তা অবশ্য খোলাসা করে বলেননি ফ্লেমিশ খ্রিস্টান ডেমোক্র্যাট দলের সদস্য ডি মুর৷
বরং অভিবাসীদের বোঝা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অসমভাবে বহন করছে বলে ইঙ্গিত করেছেন ডি মুর৷ তিনি বলেন, ‘‘আমাদের দেশ দীর্ঘদিন ধরে তার ন্যায্য অংশের চেয়ে বেশি করে আসছে৷ কিন্তু এটি আর এভাবে চলতে পারে না৷ প্রায় সমান জনসংখ্যার দেশ হয়েও চলতি বছর বেলজিয়ামে নিবন্ধিত আশ্রয়প্রার্থীর সংখ্যা ১৯ হাজার এবং পর্তুগালে মাত্র দেড় হাজার৷’’
চলতি বছর গোটা ইউরোপে অভিবাসীদের চাপ বেড়েছে জানিয়ে ডি মুর ইঙ্গিত করেন সুইডেনের দিকে৷ বলেন, দেশটিতে খুবই কমসংখ্যক আশ্রয় আবেদন জমা পড়েছে৷
জুনের শুরুতে ব্রাসেলসে অনুষ্ঠিত এক বৈঠকের মধ্য দিয়ে আশ্রয়প্রার্থীদের বোঝা ভাগ করে নিতে একটি চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো৷ যারা আশ্রয়প্রার্থীদের আশ্রয় দিতে আপত্তি করবে, তাদের অর্থ দিতে হবে বলেও একটি ধারা আছে সেই নীতিমালায়৷
তবে হাঙ্গেরি, পোল্যান্ডসহ কয়েকটি দেশ এটির বিরোধিতাও করছে৷ এ নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিতণ্ডাও চলছে৷ তবে সদস্য রাষ্ট্রগুলো একমত হতে পারলে নীতিমালাটি ইউরোপীয় পার্লামেন্ট থেকে অনুমোদন করাতে হবে৷ তখন, অভিবাসীদের বোঝা সদস্য দেশগুলোর মধ্যে সমভাবে বণ্টন করা হবে৷
এম.কে
৩১ আগস্ট ২০২৩