3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

এক বছরে তৃতীয় দেশের নাগরিকদের ২৮ হাজার ওয়ার্ক পারমিট দিয়েছে মাল্টা

গত বছর ইউরোপের দেশ মাল্টা অ-ইউরোপীয় নাগরিকদের জন্য ৪১ হাজার ৯২৭টি রেসিডেন্ট পারমিট ইস্যু করেছে৷ যা আগের বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে৷ এছাড়া অ-ইউরোপীয়দের সর্বোচ্চ সংখ্যক ওয়ার্ক পারমিটও ইস্যু করেছে দেশটি৷

ইইউর পরিসংখ্যান বিষয়ক দপ্তর ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২৩ সালে মাল্টা কর্তৃপক্ষ ৪১ হাজার ৯২৭টি টিসিএন বা তৃতীয় দেশের নাগরিকদের জন্য নিবেদিত রেসিডেন্স পারমিট দিয়েছে৷

যেটি ২০২২ সালের তুলনায় চার হাজার বেশি৷ এছাড়া এই সংখ্যা ইইউর দেশগুলোর সামগ্রিক গড়ের চেয়েও দশগুণ বেশি বলে নিশ্চিত করেছে দপ্তরটি৷

পরিসংখ্যান দপ্তর আরও জানিয়েছে, ইস্যুকৃত রেসিডেন্স পারমিটের মধ্যে ২৮ হাজার পারমিট ইইউর বাইরে থাকা কর্মীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে বা ওয়ার্ক পারমিট হিসেবে দেয়া হয়েছে৷ এই সিদ্ধান্তের ফলে দেশটির শ্রম বাজারে নতুন করে ২৮ হাজার বিদেশি কর্মী যুক্ত হয়েছে৷

কর্মসংস্থানের জন্য আসা অভিবাসীদের মধ্যে ভারতীয় রয়েছেন ১১ হাজার, নেপালি ছয় হাজার ৫১৫ জন এবং কলম্বিয়া থেকে এসেছেন তিন হাজার ৬৪৮ জন৷

বিদেশি শ্রমিকের সংখ্যা বাড়ার পর মাল্টা সরকার রেসিডেন্স পারমিটের ফি বাড়ানো হয়েছে৷

ইউরোস্ট্যাটের মতে, ২০২৩ সালের শেষ নাগাদ মাল্টায় বিদেশি জনসংখ্যার হার ১৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখ ৫৮ হাজার ৩৬৮-এ দাঁড়িয়েছে। যার বিপরীতে স্থানীয় জনসংখ্যা মাত্র ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাল্টা কর্তৃপক্ষ ইইউর বাইরের কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন ফি বাড়িয়ে ৩০০ ইউরো করেছে৷

২০২৩ সালের জুলাই পর্যন্ত মাল্টায় অ-ইইউ কর্মীদের সংখ্যা ছিল ৬৮ হাজার ৬৫৫ জন৷ যাদের বড় অংশ প্রধানত ভারত, ফিলিপাইন, নেপাল, আলবেনিয়া এবং কলম্বিয়ার নাগরিক৷ ফি বৃদ্ধি সরাসরি এসব অভিবাসী শ্রমিকদের প্রভাবিত করবে৷ কারণ এসব ব্যক্তিদের অবশ্যই তাদের পারমিট নবায়ন করতে হয়৷

২০২৩ সালের শেষ নাগাদ মাল্টার মোট জনসংখ্যা পাঁচ লাখ ৬৩ হাজার ৪৪৩-এ পৌঁছেছে। অনিয়মিত অভিবাসীদের এই পরিসংখ্যানে যুক্ত করা হয়নি।

২০২৪ সালের শুরুর দিকে মাল্টা শ্রমবাজারে শ্রমিক ঘাটতি মেটাতে দক্ষ বিদেশি কর্মীদের জন্য দ্রুততর প্রক্রিয়ায় ‘বিশেষজ্ঞ কর্মী’ আনার উদ্যোগ নিয়েছে৷

ইইউ স্তরে দক্ষ কর্মী হিসেবে রেসিডেন্ট পারমিট পাওয়া সুবিধাভোগীদের শীর্ষে আছেন ইউক্রেন, বেলারুশ, ভারত এবং তুরস্কের নাগরিকেরা৷

২০২৩ সালে ইইউ দেশগুলো ৩৭ লাখেরও বেশি অ-ইইউ নাগরিকদের প্রথম রেসিডেন্স পারমিটের অনুমতি দিয়েছে। যা ২০২২ সালের চেয়ে ৪.৭ শতাংশ বেশি৷

সূত্রঃ ইউরোস্ট্যাট

এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

মিয়ানমারের জান্তামুক্ত এলাকায় ঐক্য সরকারের কার্যক্রম শুরু

নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের হ্যাট

কয়েন টস করে মেয়র নির্বাচন হলো যুক্তরাষ্ট্রের শহরে