14.6 C
London
August 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এফএ কাপ ফাইনালে প্রিন্স উইলিয়ামকে দুয়ো

ওয়েম্বলিতে এফএ কাপ ফাইনালে মাঠে প্রিন্স উইলিয়াম প্রবেশ করলে ভিড়ের মধ্যে দর্শকদের কিছু অংশ প্রকাশ্যে তাকে দুয়োধ্বনি দেয়।

 

ডিউক অফ কেমব্রিজ, যিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রাক-ম্যাচের সময় বিবিসির টেলিভিশন কাভারেজে তাকে পরিচয় করিয়ে দেয়ার সময়ই দর্শকদের কয়েকজন তাকে ব্যঙ্গ করা শুরু করে।

 

শনিবার থেকে শুরু হওয়া ম্যাচের আগে উইলিয়াম যেখানে চেলসি এবং লিভারপুলের খেলোয়াড়দের সাথে দেখা করেছিলেন এবং করমর্দন করেছিলেন সেখানে পিচে নামা পর্যন্ত দর্শকদের এই দুয়োধ্বনি ক্রমাগত চলছিলো।

 

স্টেডিয়ামে দর্শকদের এই আচরণের নিন্দা করেছে সংসদ সদস্যরাও। কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল, মেলঅনলাইনকে বলেছেন: ‘যে দর্শকরা আজ ওয়েম্বলিতে প্রিন্স উইলিয়ামকে প্রকাশ্যে নিন্দামন্দ করেছে, আমি তাদের নিন্দা জানাই।

 

১৫ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

রেস্তোরাঁয় খেতে গিয়েও অপমানিত প্রধানমন্ত্রী

ব্রিটেনে বেনিফিট-ইউনিভার্সাল ক্রেডিট গ্রহণকারীরা তদন্তের সম্মুখীন হবেন

নিউজ ডেস্ক

নাজুক পারফরম্যান্সের কারণে ঢেলে সাজানো হচ্ছে মেট পুলিশ

অনলাইন ডেস্ক