9.8 C
London
February 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

‘এবারের মার্কিন নির্বাচন হয় শান্তি নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বয়ে আনবে’

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয় শান্তি বয়ে আনবে নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ বয়ে আনবে বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। এক টিভি সাক্ষাতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মানবজাতির জন্য একটি নির্ণায়ক হবে। এটি শান্তি বয়ে আনবে অথবা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে।

সার্বিয়ার প্রেসিডেন্ট বলেন, এবারের নির্বাচন নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্ভবত এটি মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। যা শান্তি বা যুদ্ধের দিকে পরিচালিত হতে পারে। এটা হতেই পারে।

তিনি বলেন, যদিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এমনো হতে পারে যে, এই নির্বাচন শান্তি বয়ে আনবে অথবা যুদ্ধ অব্যাহত রাখবে, যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে।

আজ ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দেশটিতে ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৭০ লাখের বেশি ভোটার। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে খারাপ পারফরম্যান্সের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। পরে তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন।

তথ্যসূত্রঃ তাস

এম.কে
০৫ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

দুর্নীতিতে অতিষ্ট: দেশ ছাড়তে চান আফ্রিকার ৬০ শতাংশ তরুণ

মার্কিন শ্রমনীতি ও ইউরোপীয় ইউনিয়নের দ্বি-বার্ষিক মূল্যায়ন রিপোর্ট, উৎকণ্ঠায় ব্যবসায়ী মহল

মুসলিমদের ভোটে উপনির্বাচনে জয় ছিনিয়ে আনলেন জর্জ গ্যালোওয়ে