TV3 BANGLA
আন্তর্জাতিক

এবার ইসরায়েল ও নেতানিয়াহুর ওপর ‘বিরক্ত’ ট্রাম্প

যুদ্ধবিরতির পরও ইরানের ওপর ইসরাইলের নতুন হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ‘বিরক্ত’ হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল।

লাভেল বলেন, ট্রাম্প স্পষ্টতই নেতানিয়াহুর প্রতি খুবই বিরক্ত। এমনকি বলা যায়, তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন।

ইউরোপে একটি ন্যাটো সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইসরাইল এবং ইরান—দু’পক্ষই যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে, যা অত্যন্ত হতাশাজনক।

তবে, ফিল লাভেল বলেন, যদিও ট্রাম্প দু’পক্ষের বিরুদ্ধেই কথা বলেছেন, তবুও তার বেশি রাগ ছিল ইসরাইলের ওপর, বিশেষ করে নেতানিয়াহুর আচরণের কারণে।

ওয়াশিংটন সূত্র জানায়, যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর সমর্থন পাওয়ার পর ট্রাম্প কাতারের সহায়তায় ইরানের সাড়া আদায়ের চেষ্টা করেন। কিন্তু, এর কিছুক্ষণের মধ্যেই ইসরাইল ইরানে হামলা চালায়।

সূত্রঃ নিউজ২৪

এম.কে
২৪ জুন ২০২৫

আরো পড়ুন

বছরে মাত্র একবার রাসূল সা:-এর রওজায় প্রবেশের সুযোগ

ট্রাম্পের সাত মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই লাখ অভিবাসী বিতাড়ন

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির