11.8 C
London
May 3, 2024
TV3 BANGLA
আমেরিকা

এবার ভুকম্পনে কেঁপে উঠল নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ৫ এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক এবং আশপাশের শহরে এই কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউইয়র্ক সিটি থেকে ৪০ মাইল পশ্চিমে নিউ জার্সির হোয়াইটহাউস স্টেশন। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এবং নিউইয়র্ক সিটির মেয়র অ্যাডামসকে ভূমিকম্পের ঘটনা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হোচুল বলেন, আমাদের কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। আমরা সারা দিন জনসাধারণকে এ বিষয়ে আপডেট জানাব।

শুক্রবার সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি-ঘর কেঁপে উঠে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিল।

সূত্র- সিবিএস নিউজ

এম.কে
০৫ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

কানাডায় আবেদনের যোগ্যতা হারালো দেশের ৩৩ বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

মার্কিন টেক জায়ান্টদের আধিপত্য কমাতে ফেডারেল ট্রেড কমিশনের নতুন প্রধান লিনা খান

অনলাইন ডেস্ক

রোজার আগেই গাজায় সামরিক অভিযান বন্ধ করবে ইসরায়েল: বাইডেন