4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

এয়ার ট্রাফিক কন্ট্রোল ইস্যুতে বাতিল হল যুক্তরাজ্যের ৫০০ টির বেশি ফ্লাইট

এয়ার ট্রাফিক কন্ট্রোল ইস্যুতে যুক্তরাজ্যের ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রযুক্তিগত সমস্যা যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে আঘাত করায় হাজার হাজার লোক বিমানবন্দরে দীর্ঘ বিলম্বের সম্মুখীন হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়।

দেশটির ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (Nats) বলছে, প্রকৌশলীরা এয়ারলাইন্সের ফ্লাইট প্ল্যানের প্রক্রিয়াকরণকে প্রভাবিত করছে এমন একটি ত্রুটি সমাধান করার জন্য কাজ করছেন; এগুলো এখন ম্যানুয়ালি করা হচ্ছে।

নেটস জোর দেয় যে, যুক্তরাজ্যের আকাশসীমা বন্ধ করা হয়নি, তবে “নিরাপত্তা বজায় রাখার” জন্য এয়ারট্র্যাফিকে বিধিনিষেধ নিয়ে এসেছে। যুক্তরাজ্যের বেশ কয়েকটি বিমানবন্দর ফ্লাইট বিলম্ব এবং বাতিলের বিষয়ে সতর্ক করেছে।

পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজ, রায়নায়ার, ইজিজেট এবং ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্সের যাত্রীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা কীভাবে এই জটিলতার কারণে প্রভাবিত হয়েছেন। কিছুলোক পার্ক করা বিমানে অপেক্ষা করছেন বা টার্মিনালে দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হচ্ছেন বলেও সংবাদমাধ্যমের তথ্যে উঠে আসে।

এম.কে
২৯ আগস্ট ২০২৩

আরো পড়ুন

ইংল্যান্ডে মহিলাদের উপর সহিংসতায় জড়িয়ে পড়েছে অনেক পুলিশ সদস্য, আস্থা সংকটে পুলিশ

করোনার টিকা নিলেন ব্রিটেনের রানি

এবার বিহারের স্কুলেও হিজাবে নিষেধাজ্ঞা!